সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » ডেফোডিলের আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন
ডেফোডিলের আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি :: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে অপেশাদারদের নিয়ে ডেফোডিল এসোসিয়েশন আয়োজিত ১০ম আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া মাঠে ৪টি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিশ্বনাথ ফামাসিস্ট এসোসিয়েশনকে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয় কামরুল রেজা স্মৃতি গ্রন্থাগার। টুর্ণামেন্টের অন্য দুটি দল ছিলো ৯ম আসরের চ্যাম্পিয় বিশ্বনাথ থিয়েটার ও আয়োজক বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন।
রবিবার সকাল ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয় এবং রবিবার বিকেলে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আব্দুল জলিল জালাল।
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাবেল আহমদের পরিচালনায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সমাজ সেবক সাজ্জাদ মিয়া, বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, বর্তমান সভাপতি আনহার আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহেম প্রমুখ।
সরকারের পাশাপাশি প্রবাসীদের সহযোগীতায় এগিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন : শফিক চৌধুরী
বিশ্বনাথ :: সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সরকারের পাশাপাশি প্রবাসীদের সার্বিক সহযোগীতায় এগিয়ে যাচ্ছে বিশ্বনাথের ক্রীড়াঙ্গন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল ক্ষেত্রেই রয়েছে প্রবাসীদের অবদান। করোনাকালীন সময়েও নিজেরা কষ্টের মধ্যে থেকেও প্রবাসীরা দেশের মানুষের কল্যাণে কাজ করা থেকে বিরত থাকেননি। তাই প্রবাসীদের অবদান সম সময় আমাদেরকে স্মরণ রেখে তাদের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে।
তিনি সোমবার বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার বিশ্বনাথেরগাঁও গ্রামের মাঠে প্রবাসীদের অর্থায়নে ও উপজেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগীতায় আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। উদ্বোধক হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান।
উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, যুক্তরাজ্য ডরসেট আওয়ামী লীগের সভাপতি এআর চেরাগ আলী।
উদ্বোধনী খেলায় পাড়–য়া তরুন সংঘ কোম্পানীগঞ্জ ২-০ গোলের ব্যবধানে লামাকাজী ফুটবল একাডেমী বিশ্বনাথকে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করেছে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য ময়না মিয়া, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য রফিক হাসান, ইছহাক আলী, প্রবাসী আবুল কালাম, মানিক মিয়া, সাবেক মেম্বার ইসমাইল আলী, যুবলীগ নেতা রাজু আহমদ খান, মাছুম আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন, কয়েছ আহমদ প্রমুখ ও উপজেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথে দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিলো ‘চ্যানেল এস
বিশ্বনাথ :: চ্যানেল এস টেলিভিশন ইউকে’র ‘ফিড টুয়েন্টি থাউজ্যান্ড’ কর্মসূচির আওতায় এবার সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে চ্যানেল এস ইউকে’র সিলেট নিউজ টিম।সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ইউকে’র চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মীর্জা আসহাব বেগ’র সহায়তায় মীরচরস্থ দারুল কুরআন ফয়জে আম মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে এ খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান। এসময় চ্যানেল এস ইউকে ও বিশ্বনাথসহ বৃহত্তর সিলেটের প্রবাসীদের ভূয়সী প্রসংশা করে বক্তব্যে তিনি বলেন, সিলেটের প্রবাসীরা সকল ক্ষেত্রেই সাহায্যের হাত বাড়িয়ে থাকেন। সরকারের পাশাপাশি করোনাকালের এ কঠিন সময়ে খাদ্য সামগ্রী বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের প্রবাসীরা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘চ্যানেল এস টেলিভিশন ইউকে’ নিউজ টিমের বাংলাদেশ প্রধান মঈন উদ্দিন মঞ্জু। বক্তব্যে তিনি বলেন, প্রবাসীদের সহযোগীতায় করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া সিলেট বিভাগের ৪০টি উপজেলাসহ দেশের আরও বিভিন্ন উপজেলার অসহায় মানুষের হাতে হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ‘চ্যানেল এস ইউকে’র সিলেট নিউজ টিম। আর এরই ধারাবাহিকতায় ‘চ্যানেল এস ‘ফিড টুয়েন্টি থাউজ্যান্ড’ কর্মসূচির আওতায় বিশ্বনাথেও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মীর্জা রুস্তুম বেগের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ থানার এসআই মোয়াজ্জেম হোসেন ও মাদ্রাসা পরিচালানা কমিটির সভাপতি মাওলানা আব্দুল মতিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, ইউপি সদস্য রফিক হাসান, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, মছদ্দর আলী, মাদ্রাসার মুহতামীম মাওলানা শামছুল ইসলাম চেরাগ আলী ও মর্নিংস্টার একাডেমীর পরিচালক শায়েক আহমদ।এসময় চ্যানেল এস টেলিভিশন ইউকের চীফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ থানা পুলিশ করোনার টিকার নিবন্ধন সহায়তা দিচ্ছে
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে নভেল করোনা ভাইরাসের টিকা নিতে যারা অনলাইনে নিবন্ধন করতে পারছেন না, আজ থেকে তাদের নিবন্ধনে সহায়তা শুরু করেছে থানা পুলিশ।
আগ্রহীদের ফ্রিতে নিবন্ধন করে দিচ্ছেন তারা। আজ রবিবার দুপুর ১২টায় থানা ফটকের বিশেষ বুুথে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় এ নিবন্ধন কার্যক্রম। প্রথম দিনে আগ্রহী ১৬জন ব্যক্তিকে নিবন্ধন করে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, অনেকে হয়তো ঠিকমতো অনলাইনে টিকার জন্যে
আবেদন করতে পারছেন না। তাই আমরা জনসাধারণকে বিনামূল্যে নিবন্ধনে সহায়তার
সিদ্ধান্ত নিয়েছি। প্রতিদিন এ নিবন্ধন কার্যক্রম চালু থাকবে। এজন্য টিকা গ্রহণে আগ্রহী চল্লিশউর্ধদের জাতীয় পরিচয়পত্র ও একটি মোবাইল নাম্বার লাগবে।