মঙ্গলবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক হত্যার ও নির্যাতনের প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা
সাংবাদিক হত্যার ও নির্যাতনের প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা
ষ্টাফ রিপোর্টার :: নোয়াখালীর বসুরহাটে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যা ও বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবরের উপর হামলার বিচারের দাবীতে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৩ টায় রাউজান উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম, জাহেদুল আলম, এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, এম. নেজাম উদ্দিন রানা, এম. রমজান আলী, কামাল উদ্দিন ও হাবিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা কারো পক্ষে বা বিপক্ষে নয়। আমরা সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে। অতীতে সংগঠিত সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় সাংবাদিক হত্যা ও নির্যাতন এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছ। বক্তারা নোয়াখালীতে সাংবাদিক হত্যা, বোয়ালখালীতে সাংবাদিকের উপর হামলা ও হুমকির তীব্র নিন্দা প্রকাশ করেন। সেই সাথে সাংবাদিক হত্যা ও নির্যাতনের জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।
রাউজানে খালের পাড় কেটে ভিটা ভরাট
রাউজান :: চট্টগ্রামের রাউজানে ডাবুয়া লাঠিছড়ি খালের পাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে বিশু চৌধুরী নামে এক ব্যাক্তি। জানা যায়, উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নতুন উকিলের বাড়ীর পাশ দিয়ে প্রবাহিত লাঠিছড়ি খাল থেকে জৈনিক বিশু চৌধুরী পাড় কেটে বসত ভিটা ভরাট করছিল। এবিষয়ে সোমবার খালের পাড় কেটে নিয়ে যাওয়ার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান আবদুর রহমান ও ইউপি সদস্য মিঠু শীলের হস্তক্ষেপে পাড় কাটা বন্ধ করা হয়। স্থানীয়রা জানান, গত বছর খালটি নতুন ভাবে খনন করেন রাউজানের সাংসদের অর্থ বরাদ্দে। খালটি প্রায় তিন কিলোমিটার খনন করা হয়। খালটি খনন হওয়ায় এ বছর চাষাবাদে সাফল্য পেয়েছেন বলে জানান জহিরুল হক নামে এক কৃষক। তিনি জানান, শীতকালীন সবজি চাষে কয়েক হাজার কৃষক উপকৃত হয়েছেন। সবজি চাষাবাদে পর্ষাপ্ত পানি পেয়েছেন লাটিছড়ি খাল থেকে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল লাঠিছড়ি খাল খননের। মানুষের সুবিধাত্বে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী খালটি খননের ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু খননের এক বছর না হতে বিশু চৌধুরী কর্তৃক পাড় কেটে মাটি নিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার লোকজন। তারা স্থানীয় চেয়াম্যান ও মেম্বারকে নালিশ দিয়ে জরুরী ব্যবস্থা গ্রহনের দাবি জানান। এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান মাটি কাটা বন্ধ করতে নিদের্শ দেন।
আগুনে বসতঘর পুড়ে যাওয়া স্বপন সরকার পাচ্ছেন প্রধানমন্ত্রী উপহার পাকা বাড়ী
রাউজান :: চট্টগ্রামের রাউজান পৌরসভা ৪নং ওয়ার্ডে আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি মালিক স্বপন সরকার প্রধানমন্ত্রী উপহার সরূপ পাকা বাড়ী পাচ্ছেন। গত ২১ ফেব্রুয়ারী দিনের বেলায় শর্ট সার্কিট থেকে আগুন লেগে নিরঞ্জন সরকার বাড়ীস্থ স্বপন সরকারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এসময় প্যারালাইজ আক্রান্ত শরীর অবশ স্বপন সরকার ঘরের ভিতর আগুনে আটকা পড়ে। অগ্নি কান্ড সূত্রপাতের সময় তার স্ত্রী স্মৃতি সরকার করোনার টিকা দিতে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। বাড়ীর কয়েকজন মহিলা শরীর অবশ স্বপন সরকারকে আগুন থেকে উদ্বার করে। আগুনে সর্বশ হারা পরিবার খোলা আকাশে থাকা ছাড়া কোন বিকল্প জায়গা ছিল না। এমন হৃদয় বিদারক অবস্থার সংবাদ পেয়ে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। নির্বাহী কর্মকর্তা সাংসদের পরামর্শ ক্রমে প্রধানমন্ত্রী উপহার পাকা বাড়ী নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করেন।