বুধবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপি সদস্য নিহত
বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপি সদস্য নিহত
বাঘাইছড়ি প্রতিনিধি :: রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে ঢুকে বুকে পিস্তল ঠেকিয়ে ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ আঞ্চলিক দলের সন্ত্রাসীরা।
আজ বুধবার২৪ ফেব্রুয়ারী দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত সমর বিজয় চাকমা (৩৮) উপজেলার পশ্চিম বালুখালী গ্রামের নির্মল কান্তি চাকমার ছেলে, ৩৪নং রূপকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্যে ও পিসিজেএসএস (এমএন লারমা) সংস্কারপন্থি দলের সমর্থক। প্রতিপক্ষের গুলিতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সমর বিজয় চাকমা উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে প্রকল্পের চেক নিতে গেলে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের রুমে চেয়ারে বসা অবস্থায় সন্ত্রাসীরা তার কক্ষে প্রবেশ করে পিস্তল ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
সন্ত্রাসীরা উপজেলার মূল গেটে এসে আরো তিন রাউন্ড গুলি করে দ্রুত মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে ইউপি সদস্য (মেম্বার) নিহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ২৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আনোয়ার হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরিফুল ইসলাম ও পুলিশের এসআই আসাদ।
নিহতের লাশ ঘটনাস্থল থেকে পুলিশের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
ঘটনাস্থল এলাকায় থমথমে পরিস্থিতি ও মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।