মঙ্গলবার ● ২ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » মহালছড়িতে পাহাড় কাটার দায়ে ১ লক্ষটাকা জরিমানা
মহালছড়িতে পাহাড় কাটার দায়ে ১ লক্ষটাকা জরিমানা
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড় কাটার দায়ে ৭ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল ১ মার্চ সোমবার মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দত্ত মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের চৌংড়াছড়ি গ্রামে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৭ জনকে নগদ ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৯৯৫ সালের পরিবেশ আইন ৬ (খ) ধারায় এই জরিমানা করা হয়। মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত ও সহকারী ভূমি কমিশনার তাহমিনা আফরোজ ভূইয়া উপস্থিতিতে মো. আজিবরকে ২০ হাজার টাকা, মো. সুরুৎজামানকে ২০ হাজার টাকা, মোঃ রবি চাঁদকে ২০ হাজার টাকা, মো. তারা মিয়াকে ১০ হাজার টাকা, মো. আতোয়ারকে ১০ হাজার টাকা, মো. সহিদকে ১০ হাজার টাকা এবং মো. ইসহাককে ১০ হাজার টাকাসহ মোট ৭ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেন।
এই বিষয়ে মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা আফরোজ ভূইয়া বলেন, ভবিষ্যতে পাহাড় কাটবেনা এই মর্মে মুচলেকা দেয়ার পরিপ্রেক্ষিতে সকলকে উক্ত অর্থ জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত বলেন, ভ্রাম্যমাণ আদালতের এই রকম কার্যক্রম চলমান থাকবে, এমনকি ভবিষ্যতে কেউ পাহাড় কাটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।