রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চাটমোহর হাটের জায়গায় অবৈধ দখল উচ্ছেদ
চাটমোহর হাটের জায়গায় অবৈধ দখল উচ্ছেদ
চাটমোহর প্রতিনিধি :: পাবনার চাটমোহর অমৃতকুন্ডা (রেলবাজার) হাটের জায়গায় উপর নির্মাণকৃত অবৈধ দোকান, বাড়ী-ঘর ও পাকা ভবন দখলদারদের উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ৷
২৭ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতীতে অমৃতকুন্ডা (রেলবাজার) হাটের ওই অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় ৷ এসময় হাটে ৪৫টি থেকে ৫০টি অবৈধ দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ী-ঘর ও পাকা ভবন উচ্ছেদ করা হয় ৷ উচ্ছেদ অভিযানে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানকে সহযোগীতা করেন র্যাব-১২, চাটমোহর থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ প্রশাসন ৷ এই হাটের এক থেকে তৃতীয় অংশ দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ী-ঘর ও পাকা ভবন উচ্ছেদ করা হয় ৷ তবে সরকারী দলীয়দের স্থাপনা না উচ্ছেদ করায় জনগণের মাঝে ব্যপক ক্ষোভ সৃষ্টি হয়েছে ৷ সরকারী দলের নেতা-কর্মীরা হাটের ব্যপক পরিমাণ জমি দখল করে অবৈধ ভবন নির্মাণ করে ব্যবসা পরিচালনা করলেও সেগুলো উচ্ছেদ করা হয়নি ৷
জমি মালিক বাদী ডাঃ মোঃ আবুল কাশেম বলেন, আমার জমির উপর জেলা পাবনার চাটমোহর সহকারী জজ আদালতের অঃ প্রঃ ১১/৯২ নং মামলার চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রী বহাল থাকা সতেও অবৈধ ভাবে উচ্ছেদ করেছে ৷
ব্যবসায়ী মোজাই হোসেন জানান, আমার দোকান ঘর জেলা পরিষদের জায়গার উপর৷ তারপরও এই ভবন উচ্ছেদ করে দিয়েছে ৷ সরকারী নেতা-কর্মীদের অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করলো না কেন ?
ঝাড়ুদার মধু দাস জানান, আমরা এই হাট পরিস্কার করি, হাটের পাশেই ঝুপড়ি ঘর তৈরী করে বসবাস করতাম ৷ সে ঘরটাও ভেঙ্গে দিলো ৷ এখন আমরা কোথায় যাব ?
চাটমোহর থানার অফিসার ইনচার্জ ওসি প্রশাসন সুব্রত কুমার সরকার জানান, অপৃতিকর ঘটনা এরাতে অবৈধ উচ্ছেদ অভিযানে পুলিশ প্রশাসন নিয়ে সহযোগীতা করছি ৷
উপজেলা সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, উপরের নিদেশে সরকারী সম্পতি দখল মুক্ত করছি ৷