শনিবার ● ১৩ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে এসএসসি ২০০০ ব্যাচের ২০বছর পূর্তি ও মিলনমেলা
মিরসরাইয়ে এসএসসি ২০০০ ব্যাচের ২০বছর পূর্তি ও মিলনমেলা
আকতার হোসেন, চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি :: শিকড়ের টানে বন্ধুত্বের বন্ধনে, এসো মিলি মহামায়ার পানে এ স্লোগানে মিরসরাইয়ে এসএসসি ২০০০ ব্যাচের ২০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১২ মার্চ) মিরসরাইয়ের অন্যতম পর্যটন কেন্দ্র মহামায়া লেক প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানে এসএসসি ২০০০ ব্যাচের সদস্য ইঞ্জিনিয়ার আশরাফুল আবেদীন সোহেল এর সঞ্চালনায় ব্যাচের সদস্যদের মাঝে টি শার্ট বিতরণ, র্যালী, নৌকা ভ্রমণ, দুপুরের খাবার পরিবেশন, গ্রুপ ছবি তোলা, আলোচনা সভা ও স্মৃতিচারণ, সংবর্ধনা, র্যাফেল ড্র, পুরষ্কার বিতরণ ও হাসি আনন্দে মুখরিত ছিলো মহামায়া এলাকা।
ব্যাচের গ্রুপ এডমিন প্যানেল ও সমন্বয়ক কমিটির সদস্যরা হলেন অশোক কুমার রায়, সলিম উল্লাহ, মাকসুদ আলম শাহীন, মিজানুর রহমান, কাজী টিপু সুলতান, ইসমাঈল হোসেন, রাশেদুল ইসলাম মনির।
নীতি নির্ধারক প্যানেলের সদস্যরা হলেন, আশরাফুল আহসান রাকিব, আরিফুল ইসলাম, কামরুল হাসান সিদ্দিকী, ইঞ্জিঃ আশরাফুল আবেদীন সোহেল, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, নিজাম উদ্দিন, মাঈন উদ্দিন শামীম, তৌহিদ রানা।
ব্যাচের মিলন মেলার উদ্যোক্তা, সমন্বয়কারী ও এডমিন প্যানেলের অন্যতম সদস্য অশোক কুমার রায় বলেন, মিরসরাই উপজেলার সহপাঠি শিক্ষার্থীদের সাথে সেতু বন্ধন তৈরির উদ্যেশ্যে এই আয়োজন করা হয়েছে। গত একমাসের প্রচার প্রচারনা শেষে নিজেদের নাম রেজিষ্ট্রেশনের মাধ্যমে উপজেলার সর্বমোট ৪৩ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩শ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং বর্তমানে আমাদের গ্রুপ মেম্বার রয়েছে ৫০০ জন। আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন করার আগ্রহ আছে।
অনুষ্ঠানে ২০০০ ব্যাচের সদস্য বারইয়াহাট পৌরসভার নবনির্বাচিত কমিশনার আরিফ উদ্দিন মাসুদ ও মিরসরাই পৌরসভার নবনির্বাচিত কমিশনার জহির উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়।