শনিবার ● ১৩ মার্চ ২০২১
প্রথম পাতা » ঢাকা » সাইফুল হক আহ্বায়ক ও ইফতেখার আহমেদ বাবুকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ গঠন
সাইফুল হক আহ্বায়ক ও ইফতেখার আহমেদ বাবুকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ গঠন
সংবাদ বিজ্ঞপ্তি :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে গতকাল সন্ধ্যায় সমাপ্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ’ গঠন করা হয়েছে। মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে আহ্বায়ক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংহতি সাংস্কৃতিক সংসদের সভাপতি ইফতেখার আহমেদ বাবুকে সদস্য সচিব নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ’ গঠন করা হয়। সভায় আগামী ২৬ মার্চ স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকীতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও বিকালে আশুলিয়ায় শ্রমিক গণসমাবেশের মাধ্যমে সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশের দিন উদযাপনসহ বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপনে আলোচনা সভা, সেমিনার, সমাবেশ, র্যালী, সাংস্কৃতিক উৎসব, চলচ্চিত্র প্রদর্শনী, শ্রমিক ও কৃষক- খেতমজুর সমাবেশ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। সমগ্র কর্মসূচি সফল করতে কয়েকটি উপকমিটি গঠন করারও সিদ্ধান্ত নেয়া হয়।
মতবিনিময় সভায় গৃহীত এক প্রস্তাবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ’ বছরব্যাপী কর্মসূচি সফল করতে প্রগতিশীল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিসহ জনগণের সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানানো হয়েছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ নিম্নরূপ :
সাইফুল হক- আহ্বায়ক, ইফতেখার আহমেদ বাবু- সদস্য সচিব, সদস্যবৃন্দ- আব্দুর নূর, আমিনুল কামাল রুমী, সৈয়দ হারুন অর রশীদ, এড. রুহুল আমিন, বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, শহীদুল আলম নান্নু, বিশ্বনাথ রায়, শহীদুল ইসলাম মুকুল, ডা. এস. আকতারুজ্জামান, অধ্যাপক মাহমুদুর রহমান মাসুম, অধ্যক্ষ শহীদুল্লাহ, আবদুর রহমান খান, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, জলুফিকার চঞ্চল, মো. শাহজাহান পিনু, মুক্তিযোদ্ধা রেজাউল করিম, মহিউদ্দীন আহমেদ, শাহানা জামালী, আব্দুল মালেক, মো. শাহজাহান, উমর ফারুক হারুন, নজরুল ইসলাম শাহজাহান, আজিজ টিপু, খায়রুল বাসার হিরন, সাইফুদ্দীন তালুকদার, আবুল খায়ের বাবলু, নীলাঞ্জন বিদ্যুৎ, সিফাত বন্যা, রোমিও সাঈদ, দাউদ হায়দার, রাশিদা বেগম, মাহমুদ হোসেন, এ্যাপোলো জামালী, সিকদার হারুন মাহমুদ, মোজাম্মেল হোসেন, মুনিরুল হক বাচ্চু, সজীব সরকার রতন, সাইফুল ইসলাম, ফিরোজ আহমেদ, স্নিগ্ধা সুলতানা ইভা, রহিমা খাতুন, মোফাজ্জল হোসেন মোশতাক, সর্দার রইসউদ্দীন, খলিলুর রহমান, শাহাদাৎ হোসেন খোকন, অরবিন্দু বেপারী বিন্দু, শেখ মো. শিমুল, নির্মল বড়ুয়া মিলন, আবুল হাশেম, জুঁই চাকমা, মো. আবদুল মান্নান রানা, প্রশান্ত দেব ছানা, ইমরান হোসেন, আংগুর মিয়া, আবুল কালাম, আবু লাহাব লাইসুদ্দীন, হালিমা শেখ, এম. আব্দুল মান্নান, চাক হক, ড. মোশরেকা অদিতি হক, এ্যাড. আবদুল ওয়াদুদ, রফিকুল ইসলাম অভি, তিথি সুবর্ণা, বিপ্লব হোসেন খান।