শুক্রবার ● ২৬ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সোনার বাংলা পার্টির পক্ষ থেকে রাঙামাটিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি
সোনার বাংলা পার্টির পক্ষ থেকে রাঙামাটিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি
ষ্টাফ রিপোর্টার :: বাংলাদেশের ৫০ বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, সম্মান ও শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে সোনার বাংলা পার্টি রাঙামাটি পার্বত্য জেলায় আত্ম প্রকাশ করেছে।
তরুন সংগঠক সুমন চাকমার নেতৃত্বে চম্পা চাকমা, টিসা চাকমা, জয় চাকমা, অপু চাকমা, রিনা চাকমা, শেফালিকা চাকমা ও প্রমিতা চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
আজ ২৬ মার্চ শুক্রবার সকাল ৭টায় নেতৃবৃন্দ রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এর আগে ভোর ৬টায় শ্রদ্ধা নিবেদন শুরুতে ৫০ বার তপোধ্বনীর মাধ্যমে বীর শহীদদের প্রতি গার্ড অব অনার প্রদান কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাঙামাটি জেলা পুলিশের নারী দল। এরপর রাঙামাটি জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা রাঙামাটি জেলা ও সদর উপজেলা কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, সোনার বাংলা পার্টি রাঙামাটি জেলা কমিটি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা ও শহর (পৌর) কমিটি, রাঙামাটি পৌরসভা, রাঙামাটি সদর উপজেলা প্রশাসন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ, জেলা শিল্পকলা একাডেমী, বিএমএ রাঙামাটি, বিএডিসি, বাংলাদেশ কৃষি ব্যাংক রাঙামাটি, বিএডিসি রাঙামাটি, আমার বাড়ি আমার খামার প্রকল্প, সিভিল সার্জন কার্যালয় রাঙামাটি, ট্রাপিক পুলিশ হিলট্র্যাক রিজিয়ন, সিনিয়র জেলা নির্বাচন অফিস রাঙামাটি, রাঙামাটি বন বিভাগ, জেলা খাদ্য বিভাগ, রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি, ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউট, সরকারি টেক্সাইল ভোকেশনাল ইনষ্টিটিউট রাঙামাটি, এলজিইডি রাঙামাটি, জেলা সমবায় অফিস, বিসিক রাঙামাটি, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জেলা পরিসংখ্যান অফিসসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি ও স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন।