রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের শৈলকুপা হয়ে মধুপুর যাওয়ার রাস্তাটির বেহাল দশা
ঝিনাইদহের শৈলকুপা হয়ে মধুপুর যাওয়ার রাস্তাটির বেহাল দশা
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৮ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.২০মিঃ) একটি রাস্তা সভ্যতার উন্নয়নের মুল চাবিকাঠি একটি গ্রামে যদি রাস্তা ভাল না থাকে তাহলে সেই গ্রাম হয়ে ওঠে সভ্যতা থেকে বিছিন্ন একটি জন পথ ৷ তেমনি একটি গ্রাম ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ১২ নং নিত্যানন্দন পুর ইউনিয়নের পিড়াগাতী ৷ সেই কবে কখন কোন কালে এই গ্রামের ভিতর দিয়ে ঝিনাইদহ শহরে যাওয়ার রাস্তাটা পিচঢালা পাকা হয়েছিল তা ভুলে গেছে গ্রামবাসী ৷ মাত্র ৩ কিমি রাস্তা ঝিনাইদহের মধুপুর ৷ এই গ্রামটি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মধ্যে হলেও এই খান থেকে ঝিনাইদহ শহরের দূরত্ব মাত্র ৮ কিমি ৷ কিন্তু শুধু এই ৩ কিমি রাস্তা না থাকার কারনে এই অঞ্চলের জনসাধারণের ভাটই বাজার হয়ে ঝিনাইদহ যেতে ১৮ কিঃমিঃ রাস্তা ঘুরে যেতে হয় ৷ এই গ্রামের অনেক ছেলে মেয়ে ঝিনাইদহ শহরে লেখাপড়া করে কিন্তু ঝিনাইদহ যেতে তাদের দুরাবস্থার সীমা নেই ৷ মৌসুমে কোন রকম চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে এই অঞ্চলের জনসাধারণের দুরাবস্থার সীমা থাকে না ৷ আগে যদিও রাসত্মাটি পিচঢালা পাকা ছিল আজ দেখলে সেটা বোঝার উপায় নেই ৷ কোন যানবাহন চলা তো দুরের কথা পায়ে হেটে চলাই সমস্যা হয়ে পড়েছে ৷ বেশ কয়েকবার সরকার পরিবর্তন হয়েছে তার পরও পরিবর্তর্ন হয়নি এই রাস্তাটির চিত্র ৷ এখন এই রাস্তা জনসাধারণের জন্য সুখের চেয়ে দুঃখ হয়ে দাঁড়িয়েছে ৷ এই অঞ্চলের জনসাধারণ আশু এই রাস্তাটি পাকা করার দাবী জানিয়েছেন সরকারের নিক ট৷ যাহাতে এই অঞ্চলের জনসাধারণ সভ্যতা থেকে বিছিন্ন হয়ে না পড়ে ৷