বুধবার ● ৩১ মার্চ ২০২১
প্রথম পাতা » ঢাকা » করোনার কারণ দেখিয়ে বাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি অযৌক্তিক ও অগ্রহণযোগ্য
করোনার কারণ দেখিয়ে বাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি অযৌক্তিক ও অগ্রহণযোগ্য
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে করোনা সংক্রমন বেড়ে যাওয়ার প্রেক্ষিতে অর্ধেক যাত্রী নেবার কারণ দেখিয়ে বাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির ঘোষণাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এই সিদ্ধান্তের ফলে করোনার এই দুর্যোগে সাধারণ মানুষের ভোগান্তি কেবল আরো বৃদ্ধি পাবে। তিনি বলেন, বাসে অর্ধেক যাত্রী নেবার সিদ্ধান্তও বাস্তবে কার্যকরি হয় না। অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করার নির্দেশনাও বাস্তবায়িত হয় না। তিনি বাসের ভাড়া বৃদ্ধির ঘোষণা পর্যালোচনা করে তা আরও কমিয়ে আনার দাবি জানান।
নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদ-বিক্ষোভে হতাহতের দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে
ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত করুন
হেফাজত আহুত হরতালে ব্রাক্ষ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতার নিন্দা
দোষীদের আইনের আওতায় আনুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ অপর এক বিবৃতিতে বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উগ্র সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে আমন্ত্রণের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের গুলি ও হাতহত হবার ঘটনার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তিনি হতাহত হওয়ার এইসব ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাস সযোগ্য তদন্ত এবং দোষীদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।
একই সাথে তিনি ২৮ মার্চ হেফাজত আহুত হরতালে ব্রাক্ষ্মণবাড়িয়ায় রেলষ্টেশন, রেলগাড়ী, ভূমি অফিস, প্রেসক্লাব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় সহিংস হামলার নিন্দা জানান। তিনি এসব সহিংস হামলার সাথে যুক্তদেরকে চিহ্নিত করে তাদের গ্রেফতার ও বিচারেরও দাবি জানিয়েছেন।