রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » রক্তে অর্জিত একমাত্র ভাষা বাংলা :শফিকুর রহমান চৌধুরী এমপি
রক্তে অর্জিত একমাত্র ভাষা বাংলা :শফিকুর রহমান চৌধুরী এমপি
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৮ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.৪০মিঃ) সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিশ্বের মধ্যে বাঙালী জাতি ছাড়া আর কোন জাতিকে নিজের মাতৃভাষায় কথা বলার জন্য বুকের তাজা রক্ত দিতে হয়নি ৷ রক্তে অর্জিত একমাত্র ভাষা বাংলা৷ তাই আজ বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষায় রম্নপানত্মরিত হয়েছে৷ তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুত্, যোগাযোগসহ দেশের সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন সাধন করছে ৷ ৭১’র যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু করে ও আদালতের প্রদান করা রায় কার্যকর করে জাতিকে কলঙ্ক মুক্ত করছে ৷
তিনি রোববার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন ৷ প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপন করা হচ্ছে ওই শহীদ মিনার ৷
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রহিম দুদু মিয়ার সভাপতিত্বে ও সদস্য আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রামাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছইল মিয়া, প্রবাসী মাহবুব মিয়া, বিদ্যালয়ের প্রাক্ত শিক্ষার্থী ও উপজেলা সেচ্ছাসেবক লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আজমান আলী, এলাকার মুরব্বী আতাউর রহমান লকাই, খছরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী, আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুস শহিদ বাদশা মিয়া, জিতু মিয়া, আবদুস শহিদ, রামাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ, আওয়ামী লীগ নেতা আনোয়ার মিয়া, আবদুল মতিন, সাইফ উদ্দিন গেদা, দশঘর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল বাহার আনা মিয়া, উপজেলা যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাহফুজুর রহমান দুলু, অর্থ সম্পাদক সেলিম আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক শংকর বিহারী দাশ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট ও ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ ৷