শনিবার ● ৩ এপ্রিল ২০২১
প্রথম পাতা » খেলা » মুহুরী প্রজেক্ট ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন
মুহুরী প্রজেক্ট ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে মুহুরী প্রজেক্ট ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন হয়েছে। আজ শনিবার ৩ এপ্রিল বিকেলে মুহুরী প্রজেক্ট বাজার সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি নুরের নবী রাসেলের সভাপতিত্বে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোবারক হোসেন পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ালিটি রেস্টুরেন্টের সত্বাধিকারী আলা উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওচমানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ওমর ফারুক মাসুদ, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য এসএম শহীদ, যুবলীগ নেতা মিজানুর রহমান রিয়াদ, ফরহাদ হোসেন, ইউনুছ খাঁন, অভিনন্দন ক্লাবের সভাপতি মেহেদী হাসান নয়ন, সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান রাসেল, ওচমানপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম মামুন, অভিনন্দন ক্লাবের সাংগঠনিক সম্পাদক নাঈম ভূঁইয়া প্রমুখ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে অভিনন্দন ক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম রিপনের মালিকানাধীন শিপন স্মৃতি ফুটবল একাদশ বনাম অভিনন্দন ক্লাবের প্রেসিডিয়াম সদস্য তুহিন চৌধুরীর মালিকানাধীন মাইমুনা এগ্রো একাদশ। খেলার ফলাফলে শিপন স্মৃতি ফুটবল একাদশ ৪-২ গোলে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাপ্পি চন্দ্র দাশ।