শিরোনাম:
●   কুষ্টিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত ●   অবিলম্বে মেঘনাকে মুক্তি দিন, ৭৪ এর বিশেষ ক্ষমতা আইন বাতিল করুন ●   মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে ●   আত্রাইয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন কাগজের ফুল ●   পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান ●   বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক ●   প্রকাশ্য রাষ্ট্রবিরোধী কাজ করছে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার ●   ফটিকছড়িতে আগুনে পুড়ল বিধবার ঘর ●   ১৩ বছর পর জমি দখলে নেয় ভুক্তভোগী, ভিন্নখাতে নিতে অপ-প্রচার ●   দেহ ব্যবসায়ীদের আস্তানা পুড়িয়ে দিলেন এলাকাবাসী ●   রাঙামাটিতে নারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন : ঘাতক গ্রেফতার ●   গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা ●   বাঙ্গালহালিয়া শিব মন্দিরে ৫ দিনব্যাপী বাসন্তী মায়ের পূজা ●   রাঙামাটি এটিআই শিক্ষার্থীরা ৮ দফা কর্মসূচির ঘোষণা ●   ছেলের দায়ের কোপে আহত মায়ের মৃত্যু ●   সু-প্রদীপ চাকমা রাঙামাটিতে আগমনের প্রতিবাদে কালো পতাকা হাতে বিক্ষোভ ●   রাঙামাটি বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ●   এতিম শিশুদের সাথে ঈদ-উল-ফিতর এর আনন্দ ভাগ করে নিলেন রাঙামাটি জেলা প্রশাসক ●   রাঙামাটিতে ঈদের উপহার পেলেন সাড়ে তিন’শ ইমাম মুয়াজ্জিন ●   সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য ●   সাইফুল হক দেশবাসীকে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন ●   সু-প্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণার হুশিয়ারী দিয়েছে পিসিসিপি ●   পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের নজিরবিহীন বৈষম্যের প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি ●   জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে ●   রাঙামাটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ ●   রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক ●   রাঙামাটিতে রক্তেভেজা গণঅভ্যুত্থান : পাহাড়ের বৈষম্য বইয়ের মোড়ক উম্মোচন ●   রাউজানে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
রাঙামাটি, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া বিএডিসি অফিসের এডি মাহবুবুর এর অর্থ লোপাটের তথ্য ফাঁস : পর্ব -১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া বিএডিসি অফিসের এডি মাহবুবুর এর অর্থ লোপাটের তথ্য ফাঁস : পর্ব -১
বুধবার ● ৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়া বিএডিসি অফিসের এডি মাহবুবুর এর অর্থ লোপাটের তথ্য ফাঁস : পর্ব -১

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তকে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া বিএডিসি (সার) অফিসের সহকারী পরিচালক মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি কুষ্টিয়া বিএডিসি (সার) অফিসের সহকারী পরিচালক হিসেবে কর্মরত থাকলেও গুদাম ইনচার্জ হিসেবে সকল কিছুর দায়িত্ব দীর্ঘ ৯/১০ বছর ধরে কুষ্টিয়া জেলাতে স্থানীয় কিছু দালাল ডিলার ও উপর মহলের সহযোগিতায় সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার বাণিজ্য করে যাচ্ছেন। মাহবুবুর রহমানের দুর্নীতির বিভিন্ন তথ্য তুলে ধরে গত ৮ মার্চ ২০২১ তারিখে চুয়াডাঙ্গা জেলা বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির ৩৬ জন ডিলারের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর প্রেরণ করেন, সেই সাথে বিভিন্ন দপ্তরে উক্ত দরখাস্তের অনুলিপিও প্রদান করেন তারা। চুয়াডাঙ্গা জেলা বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রদত্ত তথ্য মতে জানা যায়, কুষ্টিয়া বিএডিসি সার গোডাউন থেকে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার সকল সার ডিলার মালিকগণ কুষ্টিয়ার সার গোডাউন থেকে বরাদ্দকৃত পত্র মতে ডিলাররা তিউনিসিয়ার টিএসপি সার পাচ্ছেন না, কারণ উক্ত গোডাউন ইনচার্জ কুষ্টিয়ার হাতে গোনা কয়েকজন সার দালাল ডিলারদের সহযোগিতায় দীর্ঘ ৯/১০ বছর একই পদে থেকে কোটি কোটি টাকার বাণিজ্য করে যাচ্ছেন। তার কোন সমস্যা হলে কুষ্টিয়ার ঐ সকল দালাল ডিলাররা সেগুলো ম্যানেজ করেন ভিন্ন ভিন্ন কায়দায়। মাহবুবুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের বিষয়টি নিয়ে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় তার বিরুদ্ধে গত ৯ মার্চ তারিখে সংবাদ প্রকাশিত হয়। মাহবুবুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ পত্রের সাথে দেশের বড় বড় ১০টি সার আমদানিকারক প্রতিষ্ঠান কর্তৃক তিউনিশিয়া হতে সার আমদানি করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার বিএডিসি অফিসে প্রেরণ করেন।বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ঢাকা অফিসের মহা ব্যবস্থাপক(সার ব্যবস্থাপনা) তপন কুমার আইচ কর্তৃক স্বাক্ষরিত গত ২৯ ডিসেম্বর ২০২০ তারিখের ১২.০৬.০০০০.২৪১.৪০.০৭২.২০.৮৫ নং স্মারকে ১৫,২৫০ টন সার খুলনা হতে বিভিন্ন গুদামে প্রেরণের জন্য পরিবহন কর্মসূচি প্রদান করেছেন খুলনা বিভাগের বিএডিসি অফিসের দপ্তর গুলোতে। উক্ত সূত্রের আলোকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ঢাকা অফিসের মহা ব্যবস্থাপক(সার ব্যবস্থাপনা) তপন কুমার আইচ কর্তৃক স্বাক্ষরিত পরিবহন শাখা থেকে গত ৪ জানুয়ারি ২০২১ তারিখে ১২.০৬.০০০০.২৪১.৪০.০৭২.২০.১৪১নং স্মারকে তিউনিশিয়া হতে ২০১৮-১৯ অর্থ বছরের চুক্তির আওতায় ২০২০-২১ অর্থ বছরে এমভি প্যান জেসমিন জাহাজে ৮ম লটে আমদানিকৃত ২৬,২৫০ মেট্রিক টন টিএসপি সারের মধ্যে খুলনা মংলা বন্দরে খালাস করে ১৫,২৫০ মেট্রিক টন সার খুলনা বিভাগের অধীনে বিভিন্ন জেলার গুদামে প্রেরণ করা হয়েছে। গত ২৯ ডিসেম্বরের সংশোধিত তিউনিসিয়ার টিএসপি সার কুষ্টিয়া বিএডিসি সার গোডাউন কুষ্টিয়াতে ২০০ কুষ্টিয়ার টিনশেডে ২০০ ও পাবনা জেলার ঈশ্বরদী থানায় ১৫০ মেট্রিক টন টিএসপি সার আনলোড হওয়ার কথা থাকলেও তার অর্ধেকেরও কম আনলোড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কারণ বরাদ্দকৃত প্রেরিত সারের অনুকূলে তিনটি জেলার কৃষি সম্প্রসারণ অপরিদপ্তর থেকে প্রতিটা জেলার ডিলারদেরকে সার গুলো বিভাজন করে বাজারজাতকরণের জন্য কুষ্টিয়া বিএডিসি অফিসে প্রেরণ করেন। উক্ত বরাদ্দ কৃত লিস্ট ডিলাররা হাতে পাওয়ার পর তারা টিএসপি সার পাওয়ার জন্য কুষ্টিয়া বিএডিসি অফিস এর অনুকূলে পে অর্ডার করেও তারা টিএসপি সার পান না। যে কারণেই ভুক্তভোগী সার ডিলার সমিতি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কারণ তিনি এডি হয়ে গুদাম ইনচার্জ এর কাজ করে যাচ্ছেন। সেই সুবাদে উক্ত মাল পথের মধ্যে থেকেই বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ তুলেছে ডিলার মালিকরা। ডিলার মালিকরা প্রতিবেদককে বলেন, দেশে তিউনিসিয়ার টিএসপি সারের ব্যাপক চাহিদা থাকার কারণে প্রতিনিয়ত মাহবুবুর রহমান আমাদেরকে ঠকিয়ে খুলনা মংলা বন্দর হতেই তিনি বিভিন্ন ডিলারদের কাছে অধিক মূল্যে বিক্রি করে দিচ্ছেন। এটা শুধু একদিনের চালান এর ঘটনা নয় দীর্ঘ ৯/১০ বছর ধরে কিছু দালাল ডিলারদের সহযোগিতায় সিন্ডিকেট করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তারা এটাও বলেন, বন্দর থেকে সরাসরি কিছু বিক্রি করেন অবশিষ্ট অবিকৃত টিএসপি সার পাবনা জেলার ঈশ্বরদী এলাকাতে একটি গুদাম আছে সেখানে তিউনিসিয়ার টিএসপি সার গুলো ওখানে রাখা হয় এবং ওখান থেকেই অধিক মূল্যে তার ঘনিষ্ঠ ডিলারদের কাছে বস্তা প্রতি যার মূল্য ১০০০ টাকা, কিন্তু তিনি বিক্রি করছেন ১২০০ থেকে ১৩০০ শ’ টাকায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে সার থাকে। ডিলার মালিকরা আরো বলেন, মাহবুবুর রহমানের ব্যবহার এতটাই খারাপ যে সার আনতে গেলে তিনি অকথ্য ভাষায় ডিলারদের কে গালিগালাজ করে বলেন, টিএসপি সার নেই ডিএপি এবং এমওপি সার আছে পারলে এগুলো নিয়ে যান। টিএসপি সার গোডাউনে নেই আমরা ওটা দিতে পারব না। অথচ টিএসপি সার থাকে ঈশ্বরদী গোডাউনে আর কিছু থাকে কুষ্টিয়ার গোডাউনে যেগুলো দেওয়া হয় তার নিকটস্থ দালাল ডিলারদেরকে। অন্যদিকে ডিলার মালিকরা আরেকটি বিষয় প্রতিবেদককে জানান, গুদামরক্ষক হিসাবে চাকরি করছেন রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা অফিসে বসে থাকেন কিন্তু একজন বহিরাগত যার কোন নিয়োগ নাই তিনি হলেন উক্ত রাজিয়া সুলতানার স্বামী গিয়াস তিনি গুদাম রক্ষকের কাজ করছেন গুদামের ভিতরে। অভিযোগকারী সার ডিলারদের তথ্য উপাত্ত নিয়ে সরাসরি হাজির হই, কুষ্টিয়া বিএডিসি (সার) অফিসের সহকারী পরিচালক মাহবুবুর রহমানের (ইনচার্জ) সম্মুখে। তাকে উপরোক্ত বিষয়গুলোর উপর প্রশ্ন করা হলে তিনি যথাযথ জবাব দিতে ব্যর্থ হন। এক পর্যায়ে লেবার ঠিকাদার কে ঢাকা হলে তিনি তার খাতাপত্র নিয়ে হাজির হন অফিসে। লেবার ঠিকাদার প্রতিদিন কত মেট্রিক টন বা কত বস্তা সার আনলোড করেন তার হিসাব চাইতে গেলে তিনি খাতা বের করে দেন।

অন্যদিকে মাহবুবুর রহমান তিনি তার হিসাব দেখাতে রাজি নাহলেও এক পর্যায়ে তিনি গত ১৭ জানুয়ারি ২০২১ তারিখের টিএসপি সার আনলোডের সিট বের করে দিলেন, উক্ত সীটে ওই দিনে সরকারি হিসাবের খাতায় সার আনলোড হিসাবভুক্ত করেছে ৫৫ মেট্রিক টন, অন্যদিকে লেবার ঠিকাদার এর খাতায় ওই একই তারিখে সার আনলোড করেছে ৪০ মেট্রিক টন। লেবার ঠিকাদার বলেন আমি ৪০ মেট্রিক টন মাল আনলোড করেছি এর মূল্য বাবদ কোম্পানি আমাকে টনপ্রতি ৪৫ টাকা করে প্রদান করেন যা পেতে আমাকে এক থেকে দেড় মাস সময় লাগে। এবং সার ডিলারদেরকে যখন মাল গোডাউন থেকে ট্রাকে তুলে দেওয়া হয় তখন সার ডিলাররা আমাকে নগদে বস্তা প্রতি তিন টাকা করে প্রদান করেন। এখানেও এডি মাহবুবুর রহমান লেবার ঠিকাদারকেও প্রতিদিনই ঠকাচ্ছেন বিপুল পরিমাণ অর্থ। একদিনের হিসাবেই যদি ১৫ মেট্রিক টন সার মাহবুবুর রহমান চোরাই পথে বেশি লাভে বিক্রি করে দেন তাহলে মাসের প্রতিদিনই তিনি এভাবে ১৫ টন ২০ টন ১০ টন করে সার অন্য ডিলারদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে যা অন্যান্য ডিলাররা প্রতিবেদককে জানিয়েছিলেন। সার ডিলারদের কথাই সত্য প্রমাণ হলো ওইদিন ওই টেবিলেই লেবার ঠিকাদারদের সম্মুখে। তিউনিসিয়ার টিএসপি সার এর সরকারি মূল্য বস্তা প্রতি ১০০০ টাকা, তিনি বস্তাপ্রতি ন্যূনতম ১২০০ শত টাকায় বিক্রি করছেন অবৈধ পথে। এভাবে তাঁর সম্মুখে টেবিলে বসে হিসাব করে প্রতিবেদক দেখিয়ে দিলেন যে, ৩০ দিন নয় গড়ে ১৫ দিনের হিসেব করে দেখিয়ে দেয়া হয় যে, প্রতি বস্তায় ৫০ কেজি করে সার থাকে, ১০০০ কেজিতে ১ মেট্রিক টন হয় সুতরাং বস্তা হয় ৩০০ টি যার সরকারি মূল্য তিন লক্ষ টাকা আপনি অবৈধ পথে বিক্রয় করছেন ৩ লক্ষ ৬০ হাজার টাকায়। সরকারি কোষাগারে জমা দিচ্ছেন ৩ লক্ষ টাকা বাকি ৬০০০০ টাকা আপনি নিজের পকেটে ঢোকাচ্ছেন। এভাবে প্রতিমাসের গড়ে ১৫ দিনের হিসেবে তিনি অবৈধ পথে বিক্রি করে প্রতিমাসে ৯০ লক্ষ টাকা, বছরে পাচ্ছেন ১ কোটি ৮ লক্ষ টাকা। তাহলে দশ বছরে বেতন বাদেই আপনি অবৈধ পন্থায় সার ডিলার ও লেবার ঠিকাদার কে বঞ্চিত করে অবৈধ উপার্জন করে জমিয়েছেন ১০ কোটি ৮০ লক্ষ টাকা। এসকল হিসাবের কোন সদুত্তর দিতে পারেন নাই প্রতিবেদকের কাছে, তিনি বারংবার ভুল বোঝানোর চেষ্টা করে যাচ্ছিলেন। অন্যদিকে গুদামরক্ষক রাজিয়া সুলতানাকে তার স্বামী গিয়াসের বিষয়ে প্রশ্ন করা হলে রাজিয়া সুলতানা বলেন, আমার স্বামীকে এডি মাহবুবুর রহমান সার গোডাউন দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। একজন বহিরাগত কিভাবে সরকারি গোডাউনের ভিতর সারের হিসাব-নিকাশ দেখাশোনা করে যাচ্ছেন তার যথোপযুক্ত বিচার দাবি করেছেন সকল সার ডিলারা। দুর্নীতিবাজ মাহবুবুর রহমানের বিষয়ে যুগ্ম পরিচালক মোঃ লিয়াকত আলীর সাথে কথা বললে তিনি বলেন, আমি মাত্র তিন মাস অত্র অফিসের বদলি হয়ে এসেছি এ বিষয়ে আমি কিছুই জানিনা আপনারা তার সঙ্গে কথা বলেন বলে তিনি এড়িয়ে যান। অন্যদিকে এই মাহবুবুর রহমান একই পদে একই স্থানে দশটি বছর কিভাবে চাকরি করছেন তারও যথোপযুক্ত বিচার দাবি জানিয়েছেন সমস্ত সার ডিলাররা। সেই সাথে তার সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব জনসম্মুখে প্রকাশ ও জরুরী ভিত্তিতে তাকে কুষ্টিয়া হতে শাস্তিমুলক বদলির জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।





আর্কাইভ