শুক্রবার ● ৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে দোকান পুড়ে ছাই : ব্যাপক ক্ষয়ক্ষতি
মিরসরাইয়ে দোকান পুড়ে ছাই : ব্যাপক ক্ষয়ক্ষতি
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি স্যানিটারী দোকান। আজ শুক্রবার ৯ এপ্রিল ভোররাতে পৌরসভার তাজ মার্কেটের নিচতলার বরকত স্যানেটারির ইউনিট-১ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
দোকান মালিক সেকান্দার বাদশা জানান, শুক্রবার ভোররাত আনুমানিক রাত ৩টার দিকে দোকানের পিছনের অংশ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারি জানান, আমাদের দু’টি ইউনিট অগ্নিকান্ডস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় প্রায় ৫লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে নিশ্চিত করেছেন ।