সোমবার ● ২৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » প্রবাসীর বাড়িতে ডাকাতি : লুন্ঠিত মালামাল উদ্ধার : নারী ডাকাতসহ গ্রেপ্তার ৩
প্রবাসীর বাড়িতে ডাকাতি : লুন্ঠিত মালামাল উদ্ধার : নারী ডাকাতসহ গ্রেপ্তার ৩
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৯ ফেব্রুয়ারী ২০১৬ :বাংলাদেশ সময় রাত ১০.৪০মিঃ) সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মিরগাঁও গ্রামের সৌদি আরব প্রবাসী রহমত আলীর বাড়ি থেকে ডাকাত দলের লুন্ঠিত মালামাল উদ্ধার এবং নারী ডাকাতসহ আরোও ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ৷ গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার বাটিপাড়া গ্রামের শুক্কুর আলীর পুত্র সুহেল আহমদ (২১), সিলেটের এয়ারপোর্ট থানার পাঠানগাঁও গ্রামের মতিন খা’র পুত্র সেবুল খা (২২), কুমিল্লার কোতয়ালী থানার দক্ষিণ চরথা গ্রামের সফিউল আলম সুমনের স্ত্রী রেখা বেগম (৪০)৷
২৮ ফেব্রুয়ারী রোববার দিবাগত রাতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুসারে সিলেটের মধুশহীদ বাতালী এলাকাস্থ গ্রেপ্তারকৃত রেখা বেগম’র বর্তমান বসতঘর থেকে ডাকাত দলের লুন্ঠিত মালামাল উদ্ধার করে পুলিশ ৷ উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা, ৩৫টি মোবাই সেট, ল্যাপটপ ৪টি, টিভি ২টি, স্ট্রীল ক্যামেরা ৬টি, ডিভিডি ১টি, ইমিটেশন স্বর্ণ ২ কেজি ৷ এসময় পুলিশ ডাকাত দলের ব্যবহৃত দেশীয় অস্ত্র, ঘরভাঙ্গা ও গ্রীল ভাঙ্গার সরঞ্জামাদি, চাপাতিও উদ্ধার করে৷
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুসারে সিলেট (দক্ষিণ সার্কেল)’র এএসপি আবুল কালাম আজাদের নেতৃত্বে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই, ওসি (তদন্ত) মাসুদুর রহমান মাসুদসহ একদল পুলিশ একাধিক স্থানে অভিযান পরিচালনা ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেন ৷
নারী ডাকাতসহ আরোও ৩ জনকে গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই বলেন, ঘটনার সাথে জড়িত থাকা অন্যান্য ডাকাতদেরকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে ৷
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারী দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মিরগাঁও গ্রামে সৌদি আরব প্রবাসী রহমত আলীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয় ৷
এসময় ডাকাত দলের হামলায় আহত হন প্রবাসীর দুই ভাই রজব আলী ও রেদওয়ান মিয়া ৷ ডাকাত দল প্রবাসীর ঘর থেকে ৩২ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ৪৮ হাজার টাকা, ৪টি মোবাইল ফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ৷ পালিয়ে যাওয়ার সময় সিলেট নগরীর কাজলশাহ ৮১/৩’র বাসিন্দা ছাবুল মিয়ার পুত্র নুর উদ্দিন (২১) নামের এক ডাকাতকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় জনতা ৷ পরবর্তিতে তার স্বীকারুক্তিতে শনিবার দুপুরে সিলেট শহরের বন্দর বাজার এলাকা থেকে কৃষ্ণ দেব নাথ (২৮) নামের আরেক ডাকাতকে আটক করে পুলিশ ৷ ঘটনার পরদিন প্রবাসীর ভাই রেদওয়ান মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন ৷ মামলা নং ২৯ (তারিখ ২৭/০২/২০১৬)৷