মঙ্গলবার ● ২০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম : সন্ত্রাসী ক্যসুইথুই মারমাকে গ্রেপ্তার করেছে পুলিশ
গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম : সন্ত্রাসী ক্যসুইথুই মারমাকে গ্রেপ্তার করেছে পুলিশ
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি জেলায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখমের ঘটনায় ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা আগা পাড়া এলাকার সন্ত্রাসী ক্যসুইথুই মারমাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে চন্দ্রঘোনা থানার পুলিশ। এঘটনার পর ক্যসুইথুই মারমার বিরুদ্ধে গৃহবধুর পরিবার বাদী হয়ে গত রবিবার (১৮ এপ্রিল) চন্দ্রঘোনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৩/ ১৮/০৪/২০২১ ইংরেজি, ধারা-৩৪১, ৩০৭,৩২৩,৩২৪,৩২৬,৩৭৯,৫০৬ এর ২। বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ডাক বাংলা আগা পাড়া এলাকার স্থানীয় যুবক ক্যসুইথুই মারমা গৃহবধুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে গৃহবধুর হাতে থাকা মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতারি কুপিয়ে মাথা, গলা, হাতে পায়ে মারাত্মক জখম করে গৃহবধুকে হত্যার চেষ্টা করে পালিয়ে যায়। এবিষয়ে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিনিধিকে জানান, গৃহবধূর পরিবারের পক্ষ হতে অভিযুক্ত ক্যসুইথুই মারমাকে আসামি করে চন্দ্রঘোনা থানায় একটি মামলা দায়ের করেন। ওসি আরো জানান, আসামিকে গতকাল ১৯ এপ্রিল সোমবার গভির রাত্রি ডংনালা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আজ মঙ্গলবার আসামীকে রাঙামাটি আদালতের মাধ্যমে রাঙামাটি জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রবিবার দিবাগত রাতে বাঙ্গালহালিয়া ইউপি এলাকার স্থানীয় যুবক সন্ত্রাসী ক্যসুইথুই মারমা গৃহ বধুকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করলে গৃহ বধুর আত্মচিৎকার করলে ধর্ষন কারি গৃহ বধুর হাতে থাকা মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশে এলোপাতারি কুপিয়ে মাথা, গলা, হাতে পায়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। অভিযুক্ত ক্যসুইথুই মারমা একই এলাকার রেগ্গা মারমার ছেলে। সে একজন বিবাহিত যুবক।