মঙ্গলবার ● ২০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে চলছে ৭ম দিনের লকডাউন
কাউখালীতে চলছে ৭ম দিনের লকডাউন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: সারা দেশের ন্যায় রাঙামাটির কাউখালীতে চলছে লকডাউন। লকডাউনে সরকারী অফিস আদালত সহ বে-সরকারী প্রতিষ্টান সমুহ বন্ধের পাশাপাশি দুর পাল্লার যান বাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় মাঝে মধ্যে কিছু সিএনজি ও অটো রিকসা চলছে। দোকান পাট বন্ধ রয়েছে। ঔষদের ফার্মেসী, খাদ্য দোকান, শাকসবজির কিছ দোকান খোলা থাকলেও জন সাধারনের তেমন চলাচল নেই। আবার কিকু কিছু লোকের মাস্ক ছাড়া চলাচল করতে দেখা গেছে।
উপজেলার ঘাগড়া, বেতবুনিয়ায় বাজারে আসা সাধারন লোকজনের মধ্যে তেমন সচেতনতা লক্ষ করা যায়নি। প্রশাসনের চোখ ফাকিঁ দিয়ে এসব বাজার গুলিতে হাটের দিন কিছু দোকান পাট খুললেও পরে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তা বন্ধ করে দেয়। এ ছাড়াও করোনা কোভিড -১৯ টির টিকা নেওয়ার জন্য কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরুত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন এলাকা হতে অনেক কে টিকা নিতে আসতে দেখা যায়। অন্যদিকে লকডাউনের ফলে শ্রমজিবী মানুষগুলি কর্মহীন হয়ে পড়েছেন সেই সাথে রয়েছে প্রচন্ড গরমের তীব্র তাপদাহের অসহ্য যন্ত্রণা। তীব্র তাপদাহের ফলে জণ সাধাররনের জীবন যাত্রা প্রায়ই বিপর্যস্থ। অপরদিকে উপজেলায় আইন শৃংখলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।