বুধবার ● ২১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ইটভাটায় অভিযান লাখ টাকা জরিমানা
আলীকদমে ইটভাটায় অভিযান লাখ টাকা জরিমানা
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘিত হওয়ায় উপজেলার তারাবুনিয়া এলাকার এবিএমব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা বারোটায় আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবাল এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করে ইট ভাটা পরিচালনার অপরাধে ২০১৩ এর ৬ ধারার অপরাধে ১৬ ধারা মোতাবেক এবিএমইট ভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইট ভাটায় কোনো প্রকার জ্বালানী কাঠ ব্যবহার না করাসহ ইট বানানোর কাজে ফসলি জমি ও পাহাড় কেটে মাটিনা আনার নির্দেশ দেন তিনি। এর আগে ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) ইউবিএমনামের এক ইট ভাটার মালিককে অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনা কালে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযান চলাকালে আলীকদম থানার এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযানে সহায়তা করেন।