বুধবার ● ২১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কৃষি » ধান কাটার জন্য ২৫০ কৃষি শ্রমিককে বিভিন্ন জেলায় পাঠাল গাইবান্ধা জেলা পুলিশ
ধান কাটার জন্য ২৫০ কৃষি শ্রমিককে বিভিন্ন জেলায় পাঠাল গাইবান্ধা জেলা পুলিশ
সাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: দেশব্যাপী লকডাউনের কারনে খেটে খাওয়া মানুষ অসহায় জীবন যাপন করছে। আবার দেশে ধান কাটার মৌসুমে কৃষকের চাহিদা রয়েছে। দ্বীমুখি সংকট দূরীকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাইবান্ধা থেকে তৃতীয় দফায় ২৫০ জন কৃষি শ্রমিককে নাটোর, নওগা, বগুড়া ও নন্দীগ্রামে পাঠানো হয়েছে।
আজ বুধবার ২১ এপ্রিল বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সামন থেকে জেলা পুলিশ ও গণউন্নয়ন কেন্দ্র সহযোগীতায় আয়োজিত এক অনুষ্ঠানিকতা শেষে ৭টি বাসে করে কৃষি শ্রমিকদের বিভিন্ন জেলায় পাঠানো হয়।
পুলিশ সুপার জানান, দেশে চলমান সর্বাত্মক বিধিনিষেধে প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রমিক পাঠানোর অংশ হিসেবে গাইবান্ধা থেকে ২৫০ জনকে বাসে করে বিভিন্ন জেলায় পাঠানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদানের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা পুলিশ সুপার তৈহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল আবু লাইস মো. ইলিয়াস জিকু, টি আই প্রশাসন নুরআলম সিদ্দিক, গণ উন্নয়ন কেন্দ্রের জেলা কো-অর্ডিনেটর আবু সাইদ তুহিন, উপজেলা কো-অর্ডিনেটর আল ফারুক সরকার মুরাদ, পুলিশ সার্জেন্ট তৌহিদসহ অনেকে প্রমুখ।
চলতি বোরো মৌসুমে বৃহত্তর রংপুর অঞ্চল থেকে দেশের বিভিন্ন স্থানে ফসল কাটার শ্রমিক সংকট মেটাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিধিনিষেধ থাকায় শ্রমিকদের যাত্রা নির্বিঘ্ন করতেই গাইবান্ধা জেলায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় জেলা পুলিশের উদ্যোগে ডিসি অফিসের সামনে থেকে ১৭০জন শ্রমিককে ধান কাটার জন্য বিভিন্ন জেলায় পাঠানো হয়।