বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে বিশুদ্ধ পানি সংকট
আলীকদমে বিশুদ্ধ পানি সংকট
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে প্রতি বছরের ন্যয় এবারও পানি সংকাটে জনজীবনে হতাশা নেমে এসেছে। নেই কোন স্থায়ী সমাধান। সংশ্লিষ্ঠদের সাথে কথা বললে গতানুগতিক শুরসপ্তকের ন্যায় একই শুরে বচন নিয়ে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে। দুর্গম এলাকায় বসবাসকারীরা ঝিরি, ছড়া ও খালের পানি ব্যবহার করে জীবনধারা অব্যহত রাখলেও বিশুদ্ধ পানি সংকটের কারণে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত।
আজ বুধবার উপজেলার পান বাজার এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, নামমাত্র কয়েকটি রিংওয়েলে সামান্য পরিমান পনি থাকলেও প্রতিটি রিংওয়েলের পেছনে শত শত কলসি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে আবালবৃদ্ধবনিতারা। লাইনের প্রথমদিকে দাঁড়িয়ে থাকা কয়েকজন দিন শেষে পানি পেলেও হতাশা নিয়ে ফিরতে হচ্ছে অনেককে। বাজার থেকে মিনারেল পানির বোতল কিনে নিতেও দেখা গেছে অনেককে। যা দারিদ্রসীমার নিচে বসবাসকারীদের পক্ষে অনেকটাই দুঃস্বপ্ন। তবে কিছুটা আশার আলো মিলেছে সেনাবাহিনীর পানিবাহী গাড়ির বহর দেখে। বুধবার উপজেলার সবুর ঘোনা, দানু সর্দার পাড়া ও উত্তর পালং পাড়া এলাকায় ট্যাঙ্কার নিয়ে পানি বিতরণ করেছে সেনাবাহিনীর আলীকদম জোন। আলীকদম সেনা জোনের তরফে জোন জেসিও মো. একরাম জানান আলীকদমে প্রতি বছর গৃষ্ম মৌসুমে পানি সংকট দেখা দেয়। কিন্তু সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ স্থায়ী কোন সমাধান করছেনা। আপাতত আমরা আলীকদম সেনা জোনের জোন কমান্ডারের নির্দেশে সেনানবাহিনীর পানি সরবরাহ সিস্টেমের মাধ্যকে অন্ততপক্ষে কাবার পানি যেন পাওয়া যায় তার ব্যবস্থা করছি। তবে সাম্প্রতিক বৈশ্বিক মাহামারী করোনার কারণে আমরা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে পানি সরবরাহ করছি।
এদিকে বেসরকারী পর্যায়ে স্থানীয় ওমর ফারুখ নামে এক ব্যবসায়ীকেও উপজেলার বিভিন্ন পাড়ায় ও লোকালয়ে ব্যক্তিগত উদ্যোগে পানি বিতরণ করতে দেখা গেছে। ওমর ফারুখ জানান প্রতি বছর এই এলাকার লোক বিশুদ্ধ পানি সংকটের কারণে কষ্ট পায়। আমি বিগত বছর গুলোতেও নিজ উদ্যোগে পানি বিতরণ করেছি। ভবিষ্যতেও বিশুদ্ধ পানির স্থায় সমাধান না হওয়া পর্যন্ত করে যাব।