বৃহস্পতিবার ● ২৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম-থানচি সড়কে অর্ধকোটি টাকার অবৈধ কাঠ জব্দ
আলীকদম-থানচি সড়কে অর্ধকোটি টাকার অবৈধ কাঠ জব্দ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৬কিলোমিটার এলাকার উন্ডিপাড়া থেকে ২৬৮পিচ অবৈধ কাঠের রদ্দা জব্দ করেছে সেনাবাহিনী। যার আনুমানিক মুল্যে প্রায় অর্ধকোটি টাকা। আজ বৃহস্পতিবার ২৯এপ্রিল সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের অভিযানে এ কাঠ জব্দ করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার পয়েন্টের উন্ডিপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জনসহ বিভিন্ন প্রজাতির ২৬৮পিচ মূল্যবান কাঠ জব্দ করা হয়। এসব গাছের আনুমানিক পরিমান আড়াই হাজার ঘনফুট। যার বাজার মূল্যে প্রায় ৪২লক্ষ টাকার উপরে।
পরে জব্দকৃত এসব কাঠ আলীকদমের তৈন রেঞ্জ কর্মকর্তাকে হস্তান্তর করা হয়।
আলীকদম সেনা জোনের জোন জেসিও ওয়ারেন্ট অফিসার ইকরাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই পথে পাঁচারের জন্য রাখা কাঠ জব্দ করেছি। সেনাবাহিনীর দুইটি টিম এ অভিযান পরিচালনা করে। জব্দকৃত কাঠগুলো লামা বনবিভাগের তৈন রেঞ্জারকে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত: বান্দরবানের থানচির রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে থানচি থেকে বান্দরবান সড়ক পথে গাছের পারমিট বন্ধ করে দেয় বান্দরবান বন বিভাগ। পরে চোরাই কাঠ ব্যবসায়ীরা থানচির রিজার্ভ ফরেষ্টের এসব কাঠ থানচি আলীকদম সড়কপথে আলীকদম হয়ে লামা দিয়ে পাঁচার করার অভিযোগ রয়েছে। রিজার্ভ ফরেস্টের গাছ রক্ষায় থানচিরমত আলীকদম লামা সড়ক পথেও গাছ বন্ধ করার দাবী ওই এলাকার সাধারণ মানুষের।