বুধবার ● ২ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি মেয়র মান্নান জামিনে মুক্ত
গাজীপুর সিটি মেয়র মান্নান জামিনে মুক্ত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০২ মিঃ) গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম.এ মান্নান জামিনে মুক্তি পেয়েছেন৷
২ মার্চ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার বারডেম হাসপাতাল থেকে মুক্তি লাভের পর তিনি নিজ বাড়িতে যান৷
অধ্যাপক এমএ মান্নান ২২টি মামলায় উচ্চ আদালতে থেকে জামিন লাভের পর বুধবার কারা মুক্ত হলেন৷
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনীসহ নানা রোগে আক্রান্ত অধ্যাপক এমএ মান্নানকে ২০১৫ সালের ২১ মে চিকিত্সকের পরামর্শে কাশিমপুর কারাগার থেকে ঢাকার বারডেমে প্রেরণ করা হয়৷ মুক্তি লাভের পূর্ব পর্যন্ত তিনি ওই হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন৷
মুক্তিলাভের সময় হাসপাতাল গেটে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর খান, গাজীপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর তানভীর আহমেদ, ছাত্রদল নেতা নাসির উদ্দিন, বিএনপি নেতা আব্দুল খালেক ডিলার প্রমুখ৷
২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি বুধবার রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রোলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার হন৷ ইতোমধ্যে দুইটি মামলায় অধ্যাপক এম.এ মান্নানের নামে চার্জশীট দাখিল হয়েছে৷ ২০১৫ সালের আগস্ট মাসে অধ্যাপক এমএ মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়৷ ২০১৫ সালের ৮ মার্চ প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন৷