বুধবার ● ২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কালীগঞ্জে ট্রাক উল্টে মারা গেল ৬ গরু
কালীগঞ্জে ট্রাক উল্টে মারা গেল ৬ গরু
গাজীপুর জেলা প্রতিনিধি :: ( ২ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৯ মিঃ) গাজীপুরের কালীগঞ্জ বাইপাস সড়কে গরুবোঝাই একটি ট্রাক উল্টে ছয়টি গরু মারা গেছে৷ এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ আহত হয়েছেন কমপক্ষে সাতজন৷২ মার্চ বুধবার দুপুরে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদার্ত্তী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে৷
আহতরা হলেন সিরাজগঞ্জ উপজেলার শাহজাদপুর উপজেলার আঙ্গারু গ্রামের মৃত চাঁন পরা মানিকের ছেলে হাজী বাবুল (৬০), তার ছেলে নজরুল ইসলাম (২৪), মেয়ের জামাই মিজান (২২), ভাগিনা সবুজ মিয়া (৩০), প্রতিবেশী নুর জামান (১৪), ট্রাকের চালক ও হেলপারকে ঘটনাস্থল থেকে জরুরিভাবে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ায় পরিচয় জানা সম্ভব হয়নি৷
আহত বাবুল জানান, মৌলভীবাজার থেকে ২৮টি গরুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬৭৬৫৫) সিরাজগঞ্জের শাহজাদপুরের উদ্দেশে যাচ্ছিল৷ দুপুরে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদার্ত্তী নামক স্থানে মোড় ঘুরতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ এতে ঘটনাস্থলে ট্রাকে থাকা ৬টি গরু মারা যায় এবং ওই ট্রাকের চালক ও হেলপারসহ সাত যাত্রী আহত হয়৷ স্থানীয়দের সহযোগিতায় আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টঙ্গীর মরকুন এলাকার ক্যাথারসিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিত্সক নাজিয়া জুয়েনা জানান, আহতদের অবস্থা খুব একটা গুরুতর নয়৷