বুধবার ● ২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, সাড়ে ৩ ঘন্টা ট্রেন চলাচল
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, সাড়ে ৩ ঘন্টা ট্রেন চলাচল
গাজীপুর জেলা প্রতিনিধি :: ( ২ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা : ৬.২৬ মিঃ) সাড়ে ৩ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে৷
যাত্রীরা জানায়, ২ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুরের লোহাগাছ এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের হুক ভেঙে ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন চলাচল বন্ধ থাকে৷ এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী৷ এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন৷
জয়দেবপুর জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, শ্রীপুরের লোহাগাছ এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগির হুক (বাফার স্পিং) ভেঙে যায়৷ এতে ট্রেনটি বিকল হয়ে পড়ে এবং ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান জানান, সকাল ১০টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়৷ ট্রেনটি স্টেশন থেকে লোহাগাছা এলাকায় পৌঁছলে ইঞ্জিনের বাফারহুক ভেঙে যায়৷ এতে ট্রেনটি বিকল হয়ে পড়ে৷
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ট্রেনটি মেরামতের কাজে যোগ দেয়৷ ট্রেন বিকল হয়ে যাওয়ায় শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, রাজেন্দ্রপুর স্টেশনে মহুয়ােএক্সপ্রেস ও জয়দেবপুর রেলওয়ে স্টেশনে অগ্নিবীণা ট্রেন আটকা পড়েছে৷ এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী৷