রবিবার ● ৯ মে ২০২১
প্রথম পাতা » ঢাকা » রাস্তায় যে যানবহন পাচ্ছেন সেটি করেই ঢাকা ছেড়ে যাচ্ছেন ঘরমুখী
রাস্তায় যে যানবহন পাচ্ছেন সেটি করেই ঢাকা ছেড়ে যাচ্ছেন ঘরমুখী
ঢাকা :: আন্তজেলা গণপরিবহন বন্ধ থাকা সত্ত্বেও রাস্তায় যে যানবহন পাচ্ছেন সেটি করেই ঢাকা ছেড়ে যাচ্ছেন হাজারো ঘরমুখী মানুষ। এতে করে, সারাদেশেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।
আজ রবিবার গাবতলী, হেমায়েতপুর ও সায়েদাবাদ এলাকা ঘুরে দেখা গেছে, কয়েক হাজার মানুষ বাড়িতে যাওয়ার জন্য যানবাহন খুঁজছেন। অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধি মানছিলেন না। অনেকেই সঠিকভাবে মাস্ক পরেননি। কেউ কেউ আবার কোনো মাস্কই পরেননি।
গাবতলিতে গণপরিবহন না পেয়ে অনেককেই পায়ে হেঁটে বা অটোরিকশায় সেখান থেকে আমিনবাজারের দিকে রওনা হয়েছেন। আমিনবাজার এলাকায় ঘরমুখী মানুষের প্রচুর ভিড় দেখা গেছে।
আন্তজেলা গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস কিংবা পিক-আপ ভ্যান যে কোনো বাহনেই ঢাকা ছেড়ে যাচ্ছেন।
লেগুনা, ট্রাক কিংবা মোটরসাইকেলে চড়ে অনেকেই দুই বা তিনগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন। এমনকি অনেকে পায়ে হেঁটেও লম্বা পথ পাড়ি দিচ্ছেন।
নিম্ন ও মধ্য আয়ের মানুষ ঈদে বাড়ি যেতে যানবাহনের খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরছেন। গন্তব্যের পথে বিভিন্ন জায়গায় গাড়ি বদল করেও মানুষ বাড়ি যাচ্ছেন।