বুধবার ● ১২ মে ২০২১
প্রথম পাতা » গুনীজন » কাকড়াছড়ি মৌজার হেডম্যান আপ্রুমা চৌধুরী আর নেই
কাকড়াছড়ি মৌজার হেডম্যান আপ্রুমা চৌধুরী আর নেই
চাইথোয়াইমং মারমা, রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটির রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩২০ নং কাকড়াছড়ি মৌজা প্রধান হেডম্যান পাড়া কুঠির বংশের প্রবীন দায়িকা আপ্রুমা চৌধুরী আজ বুধবার রাত ২ টায় নিজ বাসভবনে শেষ নিঃ শ্বাস ত্যাগ করেন।
তিনি একজন হেডম্যান বংশের কুঠিরে সবোর্চ্চ প্রবীন বৃদ্ধা বয়স্ক ছিলেন। তার মৃত্যু কালে বয়স হয়েছিলো ৯৭ বছর।
তিনি একজন গর্বিত সাফল্য গর্ভধারিণী মা ছিলেন। তিনি সাত পুত্র বধু ২ মেয়ে, সাত ছেলে সন্তান সহ অসংখ্য নানা নানী রেখে গেছেন। বৃদ্ধা বয়সে নিজের পরিবারকে সুন্দর সাফল্যভাবে গোছালো সাজিয়ে প্রত্যেক সন্তানকে মানুষের মানুষ গড়ে তুলেছে।
এলাকায় হেডম্যান বংশের কুঠির পরিবারকে শ্রদ্ধার সাথে সকলে সন্মান সাথে গ্রহণ করতে দেখা যায়।
এই মায়ের অবদান চিরঅতুলনীয় সমাজের ছড়িয়ে ছিটিয়ে আছে। তিনি ব্যক্তিগত জীবনে সবার সাথে মিশুক এবং বৌদ্ধ ধর্মের অস্টশীল পালনীয় দায়িকা ছিলেন। তিনি একজন বৌদ্ধ ধর্মের ধার্মিক ছিলেন। বৌদ্ধ ধর্মের রীতিমত প্রত্যেক আমাবস্যা, আষাণী, আষাঢ়ী, তিথিতে বৌদ্ধ বিহারে গিয়েও অবস্থান করে অস্টশীল, শীল দান ভাবনা নিয়মিত পালন করতেন।
ঐতিহ্য ৩২০ নং কাকড়াছড়ি মৌজা প্রধান বংশের কুঠির পরিবারে প্রবীন নেত্রীর মৃত্যুতে এলাকায় জুড়ে শোকের ছাড়া নেমে আসে।
তার পরিবারিক সুত্রে জানা যায়,বৌদ্ধ ধর্ম রীতিনিতী অনুযায়ী হেডম্যান মৌজা বংশের প্রধান পরিবার হিসেবে আগামীকাল বিকাল ৩টায় শৈং নৃত্য মধ্যে দিয়ে নিজ এলাকা শ্বশ্বানে শেষ অন্ত্যাস্টিক্রিয়া দাহ করা হবে।
তাহার মেঝ ছেলে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শি ক্ষক আখ্যাইমং চৌধুরী জানান, দশ মাস দিন মায়ের গর্ভের ধারণী মায়ের মত প্রেম ভালোবাসা অতু্লনীয় তিনি পরিবারে প্রত্যেক সন্তানকে নিজ দ্বায়িত রেখে সবাইকে সমান চোখে দেখা শুনা করে, জীবিত থাকাকালীন সকল সম্পদ যার যার ভাগ বন্টন করে দিয়ে যান। তাই আমরা সন্তান হিসেবে গর্ভের ধারণী অফুরন্ত প্রেম স্নেহময় ভালোবাসা অমরে চিরতরে গেথে থাকবে। প্রতিটি পদতলে মায়ের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যেখানে থেকো ভালো থেকো মা, ওপারে ভালো থাকবেন।
আগামীকাল বৃহস্পতিবার শেষকৃত্যনুষ্ঠান মাকে শেষ বারে শোক বিদায় জানাতে সকল সম্প্রদায় মৌজাবাসীকে ৩২০ নং কাকড়াছড়ি মৌজা হেডম্যান কুঠির পরিবারবর্গ পক্ষ হতে শেষকৃত্যনুষ্ঠান উপস্থিত থাকার অনরোধ জানিয়েছেন।