শুক্রবার ● ১৪ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ৪ মাদক ব্যবসায়ী আটক : পলাতক-৩
রাঙামাটিতে ৪ মাদক ব্যবসায়ী আটক : পলাতক-৩
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি শহরে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আসামীরা হচ্ছে পুরাতন পুলিশ লাইন এলাকার মৃত নুর ইসলাম এর পুত্র মো. সুজন (২৩), ওমদামিয়া পাহাড় এলাকার মৃত নুরু মিয়ার পুত্র মো. কামাল হোসেন (৩২) তবলছড়ি নীচের বাজার এলাকার মৃত খোকন মল্লিকের পুত্র রবিন মল্লিক (১৮) রিজার্ভ বাজার মহসিন কলোনীর মৃত আব্দুল হক এর পুত্র মো. রানা (২৩) ।
এছাড়া ৩জন আসামী মাদক বিরোধী অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক আসামীরা হচ্ছে শান্তিনগর বাস টার্মিনাল এলাকার মো. আনু মিয়ার পুত্র মো. আকরাম হোসেন (৩৪) পৌর কলোনীর মৃত গোলাম মোহাম্মদের পুত্র মো. সুমন (৩০) ও রিজার্ভ বাজার মহসিন কলোনীর মৃত চুন্নু মিয়ার পুত্র মো, নাসির উদ্দিন (৩৮)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১২ তারিখ-১৫/০৫/২০২১।
রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান শরীফের তত্বাবধানে পরিদর্শক মো. জসীম উদ্দিনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
আজ ১৪ মে শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিন বিকাল ৫টায় রাঙামাটি সদরের ট্রাক টার্মিনাল নিকটবর্তী কাপ্তাই লেকের মাঝে নুর জাহান টিলা নামক স্থান থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার ও ৭৬ পিচ এ্যামপিটামিনযুক্ত ইয়াবাসহ তাদের আটক করা হয়।
রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়াকে জানান, মাদক বিরোধী অভিযানে ৪ জনকে ট্রলার ও ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। অভিযান টের পেয়ে আরো ৩ জন পালিয়ে গেছে। পলাতক আসামীদের গ্রেফতারে এবং মাদকমুক্ত রাঙামাটি গড়তে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।