বৃহস্পতিবার ● ২০ মে ২০২১
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটি শহরের শিমুলতলীতে গাঁজাসহ আটক-১
রাঙামাটি শহরের শিমুলতলীতে গাঁজাসহ আটক-১
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি শহরে আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন শিমুলতলী (রুপনগর) হয়ে উঠেছে মাদকসহ নানা অপরাধের আতুরঘর। জেলা শহর থেকে বেশী দূরত্বে না হলেও শহরের একেবারে শেষ প্রান্তে হওয়ায় পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর আনাগোনাও কম, ফলে এলাকাটি হয়ে উঠেছে শহরের “ক্রাইম স্পট”।
জানা যায় এই শিমুলতলীতে মদ গাজা, ফেনসিডিল, ইয়াবা, বিলুপ্তপ্রায় বন্য প্রাণী তক্কক ও নারী ব্যবসাসহ সব ধরনের অপরাধ সংগঠিত হয়।
স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকাটি আগে শান্ত সুনসান ছিলো, কয়েক বছরে ধরে হিজড়া সম্প্রদায় এই এলাকায় বসতি গড়ায় শিমুলতলী ভুমিদস্যু, মাদক, নারী, জুয়াসহ নানা অপরাধ জগতে পরিনত হয়েছে। হিজড়াদের সাথে স্থানীয়রা কতিপয় রাজনৈতিক নেতা জড়িয়ে পরেছে ইয়াবা গাজা সেবন ও ব্যবসাসহ নানা অপরাধে। এলাকাটি নিরিবিলি হওয়ায় অন্যান্য অপরাধের সাথে পাল্লা দিয়ে চলছে বন্যপ্রাণী তক্কক কেনাবেচা। মদ, গাজা, ইয়াবা, তক্কক ইত্যাদি অবৈধ পণ্য বিভিন্নস্থান থেকে সংগ্রহ করে শিমুল তলীতে রাখা হয় পরে এই এলাকা থেকে শহরের বিভিন্ন প্রান্তে কেনাবেচা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ ২০ মে সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান শরীফ এর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে রাশেদা বেগম (৩৬),কে ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৮ তারিখ ২০/০৫/২০২১। তথ্যটি নিশ্চিত করে রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান শরীফ বলেন আমাদের কাছে তথ্য আছে, রাঙামাটি জেলা মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।