বৃহস্পতিবার ● ২০ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ
রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ
বান্দরবান প্রতিনিধি :; বান্দরবানে রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে আনুষ্ঠানিক ভাবে ত্রাণ সহায়তা প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওছার,
অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবেদ, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো.নরুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাগেছে, ক্ষতিগ্রস্তদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭০টি পরিবারকে পরিবার প্রতি নগদ ২৫হাজার টাকা ও ৫০কেজি করে চাল, জেলা দূর্যোগ ও ত্রাণ শাখার পক্ষ থেকে প্রতি পরিবারকে ২বান্ডিল টিন, পার্বত্য জেলা পরিষদের সদস্যদের পক্ষ থেকে ১টি বালতি, পানির জগসহ বিভিন্ন সমাজসেবীর পক্ষ থেকে গৃহস্থালী সামগ্রী প্রদান করা হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, ঝড় তুফান আর বন্যার মত মহামারি আসলে ও মানুষের কষ্ট হয়। তবে জীবনে ঘুরে দাঁড়াতে পারে, তবে বাড়ীতে আগুন লাগলে মানুষের জীবনে কিছুই থাকে না। তাই আমাদের আগুন নিয়ন্ত্রণের জন্য পূর্ব প্রস্তুতি রাখা দরকার। বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে কেউ না খেয়ে মরেনি, আগামীতে ও দেশের মানুষ না খেয়ে মরবেনা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে আর গরীব মেহনতি মানুষ স্বাচ্ছন্দে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে।
প্রসঙ্গত, ১৭মে রাত ১টায় ভয়াবহ আগুনে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় ৭০টি বসতবাড়ী পুড়ে যায় আর এতে সব হারিয়ে নি:স্ব হয়ে খোলা আকাশের নিচে উ করছে অসংখ্য মানুষ।