বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে আজও খাবার দোকানে ভ্রাম্যমান আদালত
রাঙামাটিতে আজও খাবার দোকানে ভ্রাম্যমান আদালত
ষ্টাফ রিপোর্টার :: (৩ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৪.২০মিঃ) দেশ ব্যাপী নিরাপদ খাদ্য বিপনন নিশ্চিত করার অংশ হিসাবে আজ বৃহস্পতিবার ৩ মার্চ রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় খাবারের দোকান গুলিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ৷
এসময় মানব দেহের জন্য ক্ষতিকারক ভেজাল দই তৈরী ও বাসী পঁচামিষ্টি বিক্রয় করার দায়ে নিউ শাহী আজমীর হোটেল মালিককে ২ হাজার পাঁচশত টাকা ও মায়ের দোয়া হোটেলের খাবারের তালিকা ও পণ্য বিক্রয় মুল্য তালিকা দোকানের ভিতর প্রদর্শন না করার দায়ে মালিককে ভোক্তাধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানাসহ মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন ৷
মানব দেহের জন্য ক্ষতিকারক দই ও বাসীমিষ্টি গুলি জব্দ করে খোলা জায়গায় নষ্ট করে ফেলে ৷
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট বৈশাখী বড়ুয়া ৷
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন রাঙামাটি সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোছাম্মত্ নাছিমা আক্তার,সঙ্গীয় ফোর্সসহ এসআই মোঃ আব্দুল আলিম,ফেসকার স্বপন কুমার দাশ ও অয়ন বড়ুয়া ৷