রবিবার ● ২৩ মে ২০২১
প্রথম পাতা » জাতীয় » স্বাস্থ্য মন্ত্রীসহ সংশ্লিষ্টদের অপসারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর দাবি
স্বাস্থ্য মন্ত্রীসহ সংশ্লিষ্টদের অপসারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর দাবি
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দেশে করোনার টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় এবং বিকল্প উৎস থেকে এতদিনেও টিকা আমদানী করতে না পারায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই পরিস্থিতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের দায়িত্বহীনতা, অদূরদর্শীতা ও আমলাতান্ত্রিকতাকে দায়ী করেছে। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের জরুরী ভিত্তিতে উদ্যোগ নিতে পারা, দূর্ঘসূত্রিতা, সমন্বয়হীনতা, দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে আজ দেশের জনগণকে ঝুঁকির মধ্যে ঠেলে দেয়া হয়েছে। তিনি এই পরিস্থিতির জন্য অনতিবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ গোটা স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন টিকা নিয়ে সরকারের আত্মঘাতি হঠকারি নীতি কৌশলের কারণে আজ দেশে টিকা নিয়ে হাহাকার দিখা দিয়েছে।
তিনি জরুরীভিত্তিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্যোগ নিয়ে টিকা আমদানীর আহ্বান জানান। তিনি রাশিয়া, চীনসহ সংশ্লিষ্ট দেশসমূহ থেকে টিকা উৎপাদনের প্রযুক্তি আমদানি করে দ্রুত দেশে টিকা উৎপাদনের যাবতীয় পদক্ষেপ গ্রহরেও দাবি জানান। তিনি বলেন, টিকা উৎপাদনে যত দ্রুত সম্ভব জাতীয় সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানান। এই লক্ষ্যে নতুন অর্থ বছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখাও প্রয়োজন।
একই সাথে তিনি করোনা প্রতিরোধ সংক্রান্ত গবেষণা কাজকে অগ্রাধিকার প্রদানের আহ্বান জানান। করোনা সংক্রমনের পরীক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এবং এই পরিস্থিতি থেকৈ বেরিয়ে আসতে রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে বিশেষজ্ঞ ও গবেষখদের পপরামর্শ অনুযায়ী যাবতীয় পদক্ষেপ নিতে তিনি দাবি জানান।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর