মঙ্গলবার ● ৮ জুন ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে সিলেটের ডিসি
আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে সিলেটের ডিসি
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলাম বিশ্বনাথের দশঘর ইউনিয়নের জীবনপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার ৮ জুন দুপুরে তিনি প্রকল্পটি পরিদর্শন করেন। এর আগে পরে বিশ্বনাথ সরকারি কলেজ, দশঘর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও দশঘর ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন কান্তি রায়, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, প্যানেল চেয়ারম্যান-১ পাবেল সামাদ প্রমুখ।
বিশ্বনাথে নিউলাইফ মেডিকেল সার্ভিসের যাত্রা শুরু
বিশ্বনাথ :: চিকিৎসা সেবায় ইউকে’র স্টাইলে জিপি সিস্টেম চালু হলো সিলেটের বিশ্বনাথে। মঙ্গলবার পুরান বাজারের জগন্নাথপুর রোডে হোসাইন কমপ্লেক্সের ২য় তলায় এই সেবা নিয়ে নিউলাইফ মেডিকেল সার্ভিস নামের এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।
এছাড়া উদ্বোধন উপলক্ষে মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে রোগি দেখছেন ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তাররা।
এর আগে সোমবার সন্ধ্যায় এ বিষয়ে সাংবাদিক ও সূধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিউলাইফ মেডিকেল সার্ভিসের প্রধান কামাল আহমদ মাছুম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডায়বেটিস বিশেষজ্ঞ ও ঢাকাকাস্টের চিকিৎসক প্রফেসর ডা. মো. মুনতাসির ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকাকাস্টের চিকিৎসক ডা. ফারহিল। সভায় প্রতিষ্ঠানের সেবা সর্ম্পকে বিস্তারিত তুলে ধরেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মিজানুর রহমান ও প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার ডা. নিশাত রহমান।
তারা বলেন, নিউলাইফ মেডিকেল সার্ভিসে প্রতিদিন একজন গাইনী বিশেষজ্ঞ নারী ডাক্তার ও মেডিসিন বিশেষজ্ঞ পুরুষ ডাক্তার নিয়মিত রোগি দেখবেন। এছাড়া জটিল রোগিদের জন্য অনলাইনের মাধ্যমে রোগি দেখবেন ঢাকার বিশেষজ্ঞরা।
রোগিদের প্রয়োজনবোধে প্রতি সপ্তাহে এই প্রতিষ্ঠানে ঢাকার বিশেষজ্ঞরা এসে রোগি দেখবেন। পাশাপাশি ইউকে’র জিপি সিস্টেমের মতো বিশ্বনাথের সকল রোগিরা রেজিস্টেশন করে চিকিৎসা সেবা মোবাইল ফোন বা অনলাইনে পাবেন।
তারা বলেন, এখন ঘরে বসে ঢাকার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া যাবে এবং প্রয়োজনে অভিজ্ঞদের চিকিৎসাসেবাও পাওয়া যাবে।
প্রতিষ্ঠানের ডাইরেক্টর নুর ইসলাম খানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ডাইরেক্টর সাইদুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গির আলম খায়ের, সাধারণ সম্পাদক নবীন সোহেল, আক্তার আহমদ শাহেদ, সাংবাদিক নুর উদ্দিন, মো. আবুল কাশেম সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।