মঙ্গলবার ● ৮ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে ইয়াবাসহ শ্রমিক লীগ নেতা ছৈয়দ হোসেন আটক
আলীকদমে ইয়াবাসহ শ্রমিক লীগ নেতা ছৈয়দ হোসেন আটক
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে ৮শত পিচ ইয়াবাসহ আবাসিক বাজার সমিতির সভাপতি ও শ্রমিক লীগের নেতা ছৈয়দ হোসেন (৬০) কে আটক করেছে আলীকদম থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪ টার সময় আলকিদম উপজেলাধীন আবাসিক বাজারে স্থিত ছৈয়দ হোসেন এর দোকানে অভিযান চালিয়ে পুলিশ এসব ইয়াবা জব্ধ করে। ছৈয়দ হোসেন উপজেলার পাট্টাখাইয়া এলাকার মৃত হাজী আব্দুল গণি এর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার সাব ইন্সপেক্টর মো. বাবুল এর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । অভিযানে অংশ গ্রহণকারী অন্যান্য অফিসাররা হলেন এএসআই আল আমিন ও সঙ্গীয় ফোর্স।