শুক্রবার ● ১১ জুন ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » দাদন ব্যবসায়ীর অপমান সহ্য করতে না পেরে গাইবান্ধায় ভ্যানচালকের আত্মহত্যা
দাদন ব্যবসায়ীর অপমান সহ্য করতে না পেরে গাইবান্ধায় ভ্যানচালকের আত্মহত্যা
সাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাদন ব্যবসায়ীর অপমান সহ্য করতে না পেরে জাহাঙ্গীর শেখ নামে এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাহাঙ্গীরের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের নাগেরভিটা গ্রামে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, এক বছর আগে স্থানীয় ‘নাগের ভিটা’ সমিতি থেকে সুদে ১০ হাজার টাকা নেন জাহাঙ্গীর শেখ। এর মধ্যে ১১ মাসের সুদের টাকা পরিশোধ করেন। এক মাসের সুদের এক হাজার টাকা বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল। তিনি সেই টাকা দিতে ব্যর্থ হন। বৃহস্পতিবার সকালে সবজি বোঝাই রিক্সাভ্যান নিয়ে বগুড়ার মহাস্থান হাটে যাচ্ছিলেন জাহাঙ্গীর। এ সময় দাদন ব্যবসায়ী জহুরুলসহ ৫-৬ জন তার পথরোধ করে এবং তাকে চড়-থাপ্পড় মেরে সবজি মাটিতে ফেলে রিক্সাভ্যানটি নিয়ে যায় ।
ঘটনার পর অপমান সহ্য করতে না পেরে বাড়িতে গিয়ে বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন জাহাঙ্গীর। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর।
পরে রাতে এই ঘটনায় জড়িত পাঁচজনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় বলে জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম মেহেদী হাসান।