সোমবার ● ১৪ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ডায়রিয়ায় ৮ জনের মৃত্যু
আলীকদমে ডায়রিয়ায় ৮ জনের মৃত্যু
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম রেংখুম পাড়ায় ডায়রিয়ায় ৮ জনের মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত তথ্যমতে এই সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হচ্ছে। দেড় শাতাধিক লোক অসুস্থ অবস্থায় থাকলেও চিকিৎসা সেবা পৌছায়নি এখনো। তবে পাড়ার পাশ্বাবর্তী বুলাই পাড়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনী চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সেনাসুত্র।
উপজেলা বুলাই পাড়া এলাকায় হঠাৎ এই ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এরই মধ্যে অনেকে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিচ্ছে। মৃতরা হলেন, উপজেলার ইয়োংচা পাড়ার চিংলে ম্রো (২২), মাংরুম পাড়ার মাংদম (৬০) ইয়োংচা পাড়ার রামদন (৫০),ইয়োংচা পাড়ার তুমলত ম্রো (৭০) ইয়োংচা পাড়ার কাইসার ম্রো (৭০) মাংরুম পাড়ার ঙানলি ম্রো (৪৫) মাংরুম পাড়ার রেংচং ম্রো (৪৫) এবং কচ্ছপিয়া সোনাবি ত্রিপুরা পাড়ার জনেরুং ত্রিপুরা (৪২)।
গত বুধবার (৯ জুন) হঠাৎ করেই উপজেলার ৪নং ইউনিয়নের বুলাইপাড়া এলাকার কচ্ছপিয়া সোনাবি ত্রিপুর পাড়া, ইয়ুংচা পাড়া ও মাংরুম পাড়ায় ভয়াবহ এই মহামারী দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় ইউপি সদস্য খামলাই ম্রো। তিনি বলেন এলাকাটি দুর্গম হওয়ার কারণে আমরা সময়মত সংবাদ পাইনি। আমরা যখন সংবাদ পেয়েছি সাত জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, জরুরী সেবা নিশ্চিত করা না গেলে মৃত্যুর সংখ্যা আরো বহুগুণ বাড়তে পারে।
আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মনজুরুল হাসান পিএসসি বলেন, আমরা ইতিমধ্যে সেনাবাহিনী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ে একটি চার সদস্যের একটি মেডিকেল টিম পাঠিয়েছে। সেই সাথে ৪শ লিঃ মিনালের ওয়াটার, দুইশ গ্যালন বিশুদ্ধ খাবার পানি, ৪ হাজার পানি বিশ্বদ্ধকরণ টেবলেট, এবং পর্যাপ্ত পরিমান স্যালাইন, ওরস্যালাইন ও অন্যান্য ঔষধ পত্র পাঠিয়েছে। এছাড়াও সেনাবাহিনী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ে ১২ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করে তাদের তত্বাবধানে খুব দ্রুত একটি ফিল্ড হাসপাতাল তৈরী করা হবে। তার পরও যদি কোন রোগীর অবস্থার অবনতি হয় তাহলে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা যেকোন হাসপাতালে শিপ্ট করার জন্য একটি হেলিকপ্টার প্রস্তুত থাকবে। তিনি আরো বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মৃত্যুতালিকার সাথে আমাদের তালিকার মিল নেই। আমরা এ পর্যন্ত চার জনের মৃত্যু সংবাদ পেয়েছি। তার মধ্যে একটি শিশুসহ দুজন আজ সকালে মারা গেছে।
উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহরিয়ার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মৃত্যুর সংখ্যা আমরা নিশ্চিত করে বলতে পারছিনা। তবে গতকাল ১৩ জুন আমরা সংবাদ পাওয়ার পর কুরুক পাতা বাজারে একটি মেডিকেল টিম পাঠিয়েছি। দুর্গম এলাকা হওয়ার কারণে ওই টিম ঘটনাস্থল পর্যন্ত যেতে পারেনি। এছাড়াও আজ ১৪ জুন সেনাবাহিনীর হেলিকপ্টার যোগো আরো একটি মেডিকেল টি ঘটনাস্থলে পৌচেছে।
এদিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় আছে ০৭ জন। তারা হলেন বুলাই পাড়া এলাকার আলীস্য মনি তংচংগ্যা (৬৫) বাদুমনি ত্রিপুরা (১৮), মেনরুম পাড়ার শুরজয় ত্রিপুরা (৪), মেনরুম পাড়ার থারময় ম্রো (২৪), দৌরি পাড়ার মাংইন ¤্রাে (৩৮) ও দৌরি পাড়ার মেনচয় ম্রো (১০) প্রমূখ।