বুধবার ● ১৬ জুন ২০২১
প্রথম পাতা » ঢাকা » টিকা প্রদানে সংক্রমন প্রবণ উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জেলাসমূহকে অগ্রাধিকার দিন
টিকা প্রদানে সংক্রমন প্রবণ উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জেলাসমূহকে অগ্রাধিকার দিন
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন ও সংক্রনজনীত মৃত্যু বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন সীমান্তবর্তী জেলাসমূহে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা ব্যক্ত করা হলেও সংক্রমনও মৃত্যু নিয়ন্ত্রনে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়নি। বারংবার প্রাণঘাতি ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের বিস্তৃতির কথা বলা হলেও তাকে যথোপযুক্ত গুরুত্ব দেয়া হয়নি। তিনি বলেন, রাজশাহী, খুলনা, রংপুরসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে এখন রোগীর বেড ও আইসিইউ সামান্য। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের অধিকাংশ জেলায় এখনও পর্যন্ত করোনার পরীক্ষা ও চিকিৎসার জরুরী অবকাঠামো ও ব্যবস্থা গড়ে ওঠেনি।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন কেবল লকডাউনের ঘোষণা দিয়েই প্রশাসনিক কর্মকর্তারা অধিকাংশ ক্ষেত্রে তাদের দায়িত্ব শেষ করছেন। গাছাড়া ঢিলেঢালাভাবে লকডাউন দিয়ে প্রত্যাশিত ফলাফল আসছে না, সংক্রমন ও মৃত্যু কমছে না।
তিনি যুদ্ধকালীন সময়ের মত অবিলম্বে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে সংক্রমন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মেডিকেল কোরের সহায়তায় প্রত্যেকটি জেলায় ফিল্ড হাসপাতাল তৈরী, চিকিৎসার বেড, পর্যাপ্ত অক্সিজেনসহ আইসিইউ বৃদ্ধির দাবি জানিয়েছেন। একই সাথে তিনি অধিক সংক্রমিত জেলাসমূহের মানুষদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি লকডাউন কার্যকরি করতে শ্রমজীবী-মেহনতি মানুষ, দিনমজুর ও স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্য ও নগদ টাকা পৌঁছানোর দাবি জানান। পাশাপাশি জনগণকে স্বাস্থ্যবিধি অনুসরণে প্রচারণা বৃদ্ধিরও আহ্বান জানান।