সোমবার ● ২১ জুন ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে মুজিববর্ষের উপহার হস্তান্তর
আত্রাইয়ে মুজিববর্ষের উপহার হস্তান্তর
নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ১০ ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের সাথে সাথে ঘর গুলোর চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম।
রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ইকতেখারুল ইসলাম।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আব্দুস শুকুর সরদার, আব্দুল মান্নান মোল্লা, নাজমুল হক নাদিম, আফছার আলী প্রাং, প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদসহ সুবিধাভোগী ১০ ভূমিহীন উপস্থিত ছিলেন। পরে উপজেলার শাহাগোলা ইউনিয়নের রসুলপুর প্রকল্প স্থানে গিয়ে ফিতা কাটা, ফলজ বৃক্ষ রোপন এবং মিস্টি বিতরণ করা হয়।
দেয়াল চাপা পড়ে শিশু নিহত : আহত-৩
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে দেয়াল চাপা পড়ে সাকিবুল হাসান নিহাল (৬) নামের এক শিশু মারা গেছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেলে উপজেলার পাঁচুপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৫ টার দিকে পঁচুপুর গ্রামের জনৈক ইদ্রিস আলীর বাড়ির প্রাচিরের নিকট দিয়ে শিশু নিহালসহ আরও কয়েকজন যাচ্ছিল। এ সময় আকষ্মিকভাবে প্রাচিরের দেয়াল ভেঙে পড়লে দেয়াল চাপা পড়েন পঁচুপুর গ্রামের মৃত মজিবর রহমান মজি প্রাং এর স্ত্রী জুলেখা বিবি (৫৫), আসগর আলীর স্ত্রী আনোয়ারা (৭০), মীর ফিরোজ আলীর শিশু পুত্র সাকিবুল হাসান নিহাল (৬)। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নিহাল দকে মৃত ঘোষণা করেন। আহত জুলেখা বিবিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যান্যদের পাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।