বুধবার ● ২৩ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়িতে মসজিদের ইমামকে গুলি করে হত্যার প্রতিবাদে আলীকদমে মানববন্ধন
রোয়াংছড়িতে মসজিদের ইমামকে গুলি করে হত্যার প্রতিবাদে আলীকদমে মানববন্ধন
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: গত শুক্রবার (১৮) জুন রোয়াংছড়িতে মসজিদের ইমামকে গুলি করে হত্যা করার প্রতিবাদে আলীকদমে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও আলীকদমের সচেতন জনসাধারণের উদ্যোগে আলীকদম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা কমিটির সমাজ বিষয়ক সম্পাদক ওমর ফারুখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী মুজিবর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিনিয়তই পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালীরা হত্যা ও নির্যাতনের স্বীকার হচ্ছে। যেই জেএসএস নেতা সন্তু লারমার নেত্রিত্বে পার্বত্য চট্টগ্রামে এপর্যন্ত ৩০ হাজার বাঙ্গালীকে হত্যা করা হয়েছে, সেই সন্তু লারমা গাড়িতে জাতীয় পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অথচ এখনো পর্যন্ত একজনও বাঙ্গালী হত্যার বিচারও পাহাড়ের মাটিতে হয় নাই। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে ভুমি কমিশন গঠন করে বাঙ্গালীদের অধিকার ক্ষুন্ন করা হচ্ছে।
সুকৌশলে পাহাড় থেকে বাঙ্গালীদের বিতাড়িত করার পায়তারা করা হচেছ। ব্যবসা বানিজ্যে ট্যাক্স ফ্রি সুযোগ সুবিধা দিয়ে বৈসম্য সৃষ্টি করা হচ্ছে। জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, টাস্কফোর্স, রাজপ্রথা, হেডম্যানশীফ, থেকে শুরু করে পাড়া কারবারীর ক্ষমতা পর্যন্ত উপজাতীদের হাতে কৌশলে তুলে দেওয়া হয়েছে। ৫৬ হাজার বর্গমাইলের এক দশমাংশের পার্বত্য চট্টগ্রামে কোন ক্ষেত্রে বাঙ্গালী নেত্রীত্ব নেই। এসব ক্ষমতার অপব্যবহার করে পাহাড়ি সন্ত্রাসীরা প্রতি বছরে চার হাজার কৌটি টাকার বেশি চাঁদা পাহাড়ে জনগণ থেকে আদায় করছে এবং প্রতিনিয়ত গুম খুনের মত জঘন্য কর্মকান্ড পরিচালনা করে আসছে।
এছাড়াও বিভিন্ন বেসরকারী ও মিশনারী সংস্থাগুলো পাহাড়ে প্রতিনিয়ত পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের খ্রিষ্ঠান ধর্মে ধর্মান্তরিত করার জন্য কাজ করছে। এসব নিয়ে কারো মাথা ব্যথা নেই। অথচ ওমর ফারুখকে ইসলাম ধর্মের ধর্মান্তরিত হওয়া এবং ইসলাম ধর্মের জন্য কাজ করে পাহাড়ি সন্ত্রাসীরা তাকে মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার সময় গুলি করে হত্যা করে। উপস্থিত বক্তারা অবিলম্বে ওমর ফারুখ এর হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মোঃ মোস্তফা কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, বান্দরবান জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম, পার্বত্য ছাত্র পরিষদ জেলা কমিটি সভাপতি মোঃ মিজান, নাছির উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য গত শুক্রবার (১৮ জুন) রাত বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের তুলা ঝিরি পাড়ায় ধর্মান্তরিত নওমুসলিম এবং তুলা ঝিরি পাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ ওমর ফারুখ (৪৫) মসজিদের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জেলার বিভিন্ন উপজেলায় এবং জেলার বাইরেও মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হচ্ছে।