বুধবার ● ২৩ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ইমাম হত্যার প্রতিবাদে আলেমদের মানববন্ধন
বান্দরবানে ইমাম হত্যার প্রতিবাদে আলেমদের মানববন্ধন
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রোয়াংছড়িতে ইমাম মোহম্মদ ওমর ফারুক ত্রিপুরা’কে গুলি করে হত্যার প্রতিবাদে আলেম-মাওলানা’রা মানববন্ধন,স্বারকলিপি প্রদান করেছে। নওমুসলিম ইমাম হত্যাকারীদের ফাঁসি’সহ ৯ দফা দাবীতে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর সহযোগীতা চেয়ে স্বারকলিপি দেন। আজ বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পারন করা হয়।
এই কর্মসূচীতে বান্দরবান পৌরসভা এবং সদর উপজেলার বিভিন্ন মসজিদের শতশত আলেম-মাওলানাবৃন্দ অংশ নেয়। পাশা পাশি এ কর্মসূচি’কে একত্মতা প্রকাশ করে বান্দরবানের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেয়। এতে অস্ত্রধারীদের গুলিতে শহীদ হওয়া ইমাম মোহাম্মদ ওমর ফারুকের রহুর মাগফেরাত এবং পরিবারবর্গদের জন্য মোনাজাত করে দোয়া করা হয়।
এসময় কর্মসূচীতে বক্তব্য রাখেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, বাজার জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মঈন, বনরুপা মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা আবুল কালাম, মাওলানা আহমেদ তৌহিদ, মাওলনা মুজিবুল হক প্রমুখ।
মানববন্ধনের পর আলেম মাওলানা সমাজের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে নওমুসলিম ইমাম হত্যাকারীদের ফাঁসি’সহ ৯ দফা দাবীতে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর সহযোগীতা চেয়ে একটি স্বারকলিপি দিয়েছে। দাবীগুলো হলো- ইমাম মোহাম্মদ ওমর ফারুক’কে হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করা, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসীদের গোষ্ঠীদের নির্মূল করা, শহীদ ইমাম মোহাম্মদ ওমর ফারুকের পরিবারের নিরাপত্তা এবং জীবীকা নির্বাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, শহীদ ইমাম পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা, পাহাড়ী জনপদে বসবাসকারী সকল জনগনের নিরাপত্তায় প্রত্যাহারকৃত সেনাক্যাম্প গুলো পূর্ন:স্থাপন করতে হবে, শহীদ ইমামের প্রতিষ্ঠিত মসজিদটি সুরক্ষার ব্যবস্থা করা, হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত করে তদন্ত রিপোর্ট জাতীর সামনে প্রকাশ করা এবং যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যান্য মুসলিম পরিবারগুলোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বান্দরবান জেলার সকল ইমাম-মুয়াজ্জেন, আলেমদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের তুলাছড়ি আগাপাড়া এলাকায় এশারের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা ধর্মান্তরিত হওয়া পাহাড়ের জনগোষ্ঠীর এক নওমুসলিম’কে গুলি করে হত্যা করে। নিহতের মুসলিম নাম ওমর ফারুক (৫২)। এ ঘটনায় নিহত ইমাম মোহাম্মদ ওমর ফারুকের স্ত্রী বাদীহয়ে রোয়াংছড়ি থানায় অজ্ঞাত নামা পরিচয়ে ৫ জন’কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।