শুক্রবার ● ২৫ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়ি প্রবেশ মুখে রাউজান পুলিশের ব্যারিকেড
ফটিকছড়ি প্রবেশ মুখে রাউজান পুলিশের ব্যারিকেড
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় লকডাউন দেওয়ার পর রাউজান ও ফটিকছড়ি সীমান্তবর্তী প্রবেশ মুখে পাহারা বসিয়েছে রাউজান থানা পুলিশ। রাউজান ও ফটিকছড়ির প্রবেশদ্বার অদুদিয়া সড়কের নোয়াজিশপুর ইউনিয়ন ও হলদিয়া ইউনিয়নের উত্তরসর্তা এলাকা পরিদর্শন কালে রাউজান থানা পুলিশ ব্যারিকেড দিয়ে প্রবেশ মুখ বন্ধ করে পাহারা বসাতে দেখা গেছে। এছাড়া পুলিশের সাথে উপজেলার সীমান্তরেখা পাহারায় নিয়োজিত রয়েছেন দুই ইউনিয়নের গ্রাম পুলিশ। পুলিশ জানিয়েছেন ফটিকছড়ি থেকে কোন যানবাহন রাউজানে প্রবেশ করতে দিচ্ছে না তারা। পাশাপাশি রাউজানের কোন যানবাহন ফটিকছড়িতে ডুকতে দেওয়া হচ্ছে না। নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদার জানান, করোনা আক্রান্তে ফটিকছড়ি উপজেলা খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে কতটুকু লকডাউন মানা হচ্ছে আমার জানা নেই। তবে রাউজানের মানুষ সচেতন। চট্টগ্রাম শহর হতে রাউজানের উপর দিয়ে ফটিকছড়ির ছয়টি ইউনিয়নে দুই লক্ষাধিক মানুষ যাতায়াত করে থাকে। শহর থেকে অদুদিয়া সড়ক হয়ে ফটিকছড়িতে বাস সার্ভিস ও অটোরিকশা সার্ভিস রয়েছে। এছাড়া মাইজভান্ডার দরবার শরীফে প্রতিদিন হাজার হাজার মানুষ জিয়ারতের জন্য যাওয়া আসা করে। আমার ইউনিয়নের উপর দিয়ে ফটিকছড়ি যাওয়ার গুরুত্বপূর্ণ যাতায়াত পথ। সেহেতু রাউজানের সাংসদের পরামর্শ ক্রমে রাউজানে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক রাখতে যান চলাচল বন্ধ করা হয়েছে। তবে খাদ্য সামগ্রীসহ জরুরী সেবা সমূহ যাতায়াতের সুযোগ দিচ্ছে পুলিশ। অপরদিকে ছয় ইউনিয়নের সাথে রাউজানের আরো দুইটি প্রবেশদ্বার রয়েছে হলদিয়া ইউনিয়নের সাথে। রাউজান-ফটিকছড়ি সড়ক ও উত্তরসর্তা তকিরহাট সড়ক। হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, রাউজান-ফটিকছড়ি সড়কের সীমান্তরেখার উত্তরসর্তা এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে পাহারা বসিয়েছে। হলদিয়া উত্তরসর্তা হতে ফটিকছড়ি তকিরহাট সড়ক বন্ধ করে পাহারা দিচ্ছে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। তিনি জানান, রাউজানকে সুরক্ষিত রাখতে ফটিকছড়িতে যতদিন লকডাউন থাকবে ততদিন প্রবেশ পথ গুলো বন্ধ থাকবে।