শনিবার ● ৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে কাউন্সিলর মামুন মণ্ডলের গ্রেফতার দাবি
গাজীপুরে কাউন্সিলর মামুন মণ্ডলের গ্রেফতার দাবি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.২৫মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. ছানাউর রহমানের উপর হামলাকারী ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল ও তার সহযোগিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৷
৫ মার্চ শনিবার দুপুরে গাজীপুর শহরের শিববাড়ি রোডে মান্নান প্লাজায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাউন্সিলর ছানাউর রহমান ৷
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, কাউন্সিলর মামুন মন্ডল ও তার সহযোগিরা ৩৬নং ওয়ার্ডে গিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও লোকজনকে নির্যাতন করে৷ এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় গত ১৯ ফেব্রম্নয়ারি সন্ধ্যায় কাউন্সিলর মামুন মন্ডল তার দলবল নিয়ে স্থানীয় কামারজুরি এলাকায় মা ও শিশু হাসপাতালের পাশে গাড়ি গতিরোধ করে তাকে ও তার নাতিকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে ৷ এসময় হামলাকারীরা তার ব্যবহৃত গাড়ি, দোকানপাট, অফিস, আসবাবপত্র, দুটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ৷ এসময় তাদের ছোড়া ফাঁকা গুলিতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় ৷ খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে মামুন মন্ডল ও তার সহযোগিরা পুলিশের গাড়িতেও হামলা করে৷ এসব ঘটনায় পুলিশসহ এলাকাবাসী বাদী হয়ে মামুন মন্ডল ও তার সহযোগিদের বিরুদ্ধে ৭টি মামলা করে ৷
তিনি আরো অভিযোগ করেন, মামলা দায়েরের পর মামুন মন্ডল ও তার সহযোগিরা পলাতক থেকে ফেস বুকসহ বিভিন্ন মাধ্যমে তাকে খুন-জখমের হুমকি দিচ্ছে৷ এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷
সাংবাদিক সম্মেলনে তিনি মামুন মন্ডল ও তার বাহিনীর সদস্যদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ৷
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, আবুল হোসেন, আবুল হাসেম মিয়া, ফিরোজ আহমেদ প্রমুখ ৷
জয়দেবপুর থানার ওসি মো. রেজাউল হাসান রেজা জানান, চাঁদাবাজি, মারামারি ও সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন ঘটনায় মামুন মন্ডলসহ তার সহযোগীর বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে ৷ ইতোমধ্যে মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ মামুন মন্ডলসহ অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে ৷