রবিবার ● ৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে লুট হওয়া মালামাল উদ্ধার : ৮ ডাকাত গ্রেফতার
গাজীপুরে লুট হওয়া মালামাল উদ্ধার : ৮ ডাকাত গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.৩৫মিঃ) গাজীপুরের পৃথক ঘটনায় লুট হওয়া গার্মেন্টসের শার্ট এবং প্রায় দেড় কোটি টাকার তামার তার ও পাত উদ্ধার এবং ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ৷
৫ মার্চ শনিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার হারুন-অর-রশীদ এসব তথ্য জানান ৷
তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি শনিবার গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকার রিয়াজ এঙ্পোর্ট অ্যাপারেল লিমিটেডের প্রায় ৩০ লক্ষ টাকার ৮ হাজার ৯৮০ পিস গার্মেন্টের শিপমেন্টের জন্য তৈরি শার্ট কাভার্ডভ্যানযোগে চট্টগ্রাম যাওয়ার পথে লুট হয় ৷
এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয় ৷ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সরপাইতলী এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ পরে ময়মনসিংহের মো. মোজাম্মেল হক (৩৪) এবং তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার মো. কামাল হোসেনকে (৩৮) গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধার করে ৷
এদিকে গত ১ মার্চ মঙ্গলবার টঙ্গী থানা পুলিশ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে টঙ্গীর চেরাগআলীর এ,ই,জি ট্রান্সফরমার কোম্পানির থেকে লুট হওয়া প্রায় দেড় কোটি টাকার ১৫ টন তামার পাত উদ্ধার এবং ৬ ডাকাতকে গ্রেফতার করে ৷
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, মানিকগঞ্জের সোহরাব হোসেন (৪০), টাঙ্গাইলের আতাউর মিয়া (২৮), বরিশালের কাউসার সরদার (২৩), শরীয়তপুরের মো. কামাল (৩৫), ঢাকার শামীম আকন্দ (৩৫) ও একই জেলার ও মো. মজিবুর রহমান (৩০)৷
এছাড়া কালিয়াকৈরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাত মিন্টু (২৮) ও ইমনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে ৷