রবিবার ● ৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুর পৌরসচিবের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
শ্রীপুর পৌরসচিবের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার সচিব মনিরুজ্জামান শিকদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পৌরসভার রাজস্ব তসরুপের অভিযোগ করেছে পৌরবাসী৷
তার বিভিন্ন অনিয়ম, দূর্নীতির তদন্ত করার জন্য পৌরবাসীর পক্ষে কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের রাসেল মিয়া নামের এক ব্যক্তি সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট গত ৩ মার্চ লিখিতভাবে অভিযোগ করেছেন৷
সচিব মনিরুজ্জামান শিকদার ২০১২ সালের শ্রীপুর পৌরসভার যোগদানের আগে তিনি ৬ মাসের অধিক চাকুরি করতে পারেননি কোন পৌরসভায়৷ দীর্ঘ ৪ বছর চাকুরীকালে মন্ত্রণালয় হতে দুইবার বদলীর আদেশ হলেও ক্ষমতার প্রভাব দেখিয়ে বদলী স্থগিত করে বহাল তবিয়তে শ্রীপুর পৌরসভায় এখনও চাকুরী করছেন৷
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ ৪ বছর শুধু জঙল, আবর্জনা পরিস্কারের নামে পৌরসভার তহবিল হতে প্রায় কোটি টাকা সরিয়ে নেন সচিব৷ একজন পৌরসচিব হয়েও টএওচ-২ প্রকল্পের দামি হাইলাঙ্ গাড়ী ব্যবহার করেন৷ নিজের ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার করে জালানী নেন পৌরসভা হতে৷ শ্রীপুর পৌরসভায় চাকুরী করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠা এই সচিব নামে, বেনামে ঢাকা ও তার পাশর্্ববর্তী এলাকায় একাধিক প্লট রয়েছে৷ এছাড়াও বিভিন্ন ব্যাংকে থাকা পৌরসভার হিসাব থেকে লাখ লাখ টাকা নিজের আত্মীয়স্বজনের নামের হিসাবে ট্রান্সফার করান৷
অভিযোগ রয়েছে শ্রীপুর পৌরসভা প্রথম শ্রেণী হওয়ার সকল যোগ্যতা থাকলেও সচিব তার কতর্ৃর্ত কমে যাওয়ার আশংকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন৷
এ বিষয়ে অভিযোগকারী রাসেল মিয়া আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, শ্রীপুর পৌরসভায় প্রতি অর্থবছর ১০-১২কোটি টাকা রাজস্ব আয় থাকা সত্বেও কোন উন্নয়ন মূলক কাজ নেই৷ সচিব তার লোকজন নিয়ে দুর্নীতির মাধ্যমে পৌরসভার রাজস্ব লুটপাট করছেন যা তদন্ত করলে রেরিয়ে আসবে৷
এ বিষয়ে নবনির্বাচিত ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাজাহান মন্ডল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, আমরা সবেমাত্র পৌরসভার দায়িত্ব নিয়েছি৷ পূর্বে কোন অনিয়ম হয়ে থাকলে তদন্তের মাধ্যমে তা বের করার দাবি জানাই৷
অভিযোগের বিষয়ে শ্রীপুর পৌরসভার সচিব মনিরুজ্জামান শিকদার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা৷