শনিবার ● ৩ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে জেলা প্রশাসকের নেতৃতে কঠোর লকডাউন
বান্দরবানে জেলা প্রশাসকের নেতৃতে কঠোর লকডাউন
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে করোনা ভাইরাসের সংক্রমন রোধে কঠোর লকডাউন কর্যকর করা হয়েছে। সরকারী নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ এবং প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একাধিক টিম সাথে মাঠে মোতায়ন হয়েছে সেনাবাহিনী ও বিজিবির কয়েকটি ইউনিট। বান্দরবান সদরের প্রবেশপথ বান্দরবান-কেরানীহাট সড়কের হলুদিয়ায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে। এদিকে জেলা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেৃতত্বে একাধিক মোবাইল কোর্ট। অপরদিকে বান্দরবান শহরের অলিগলি ও অভ্যন্তরিন সংযোগ সড়কগুলোতে সেনাবাহিনীর পক্ষথেকে একাধিক টিম গাড়ী নিয়ে হ্যান্ড মাইকে দিয়ে কোভিড-১৯ মোকাবেলায় সরকারী নির্দেশনা মানতে সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। বান্দরবান বাজার’সহ আশপাশের এলাকাগুলোতে অপ্রয়োজনীয় ঘুরাফেরা করা লোকজনদের তাড়িয়েদিয়ে সড়ক ফাঁকা করা হচ্ছে। স্থানীয় জনগণ স্বাস্থ্যবিধির তোয়াক্ষা না করলেও সেনাবাহিনীর উপস্থিতিতে রাস্তাঘাট ও হাট বাজারগুলো ফাঁকা হয়ে যায়। জেলা প্রশাসনের তথ্যমতে, কঠোর লকডাউন কার্যকরে মাঠে রয়েছে প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে দশটি মোবাইল কোর্টের টিম। এছাড়াও সরকারী নির্দেশনা বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরাও মাঠে রয়েছে। জেলা শহরে লকডাউনে সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় ৩৮টি মামলা এবং এগারো হাজার সাতশত পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিতর করে জেলা প্রশাসক ইয়াছমিন পারবীন তীবরীজি বলেন, করোনা ভাইরাসের সংক্রমন রোধে স্বাস্থ্যবিধি এবং সরকারী নির্দেশনা অমান্য করার কোনো সুযোগ নেই। লকডাউনে সরকারী নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একাধিক টিম। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।