শনিবার ● ২৪ জুলাই ২০২১
প্রথম পাতা » গুনীজন » গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর আর নেই : বিশিষ্টজনদের শোক প্রকাশ
গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর আর নেই : বিশিষ্টজনদের শোক প্রকাশ
ষ্টাফ রিপোর্টার :: বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর মারা গেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
গতকাল শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফকির আলমগীরের ভাতিজা সাংবাদিক মহিবুর রহমান ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
ফকির আলমগীরের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।
গত ১৪ জুলাই করোনা পজিটিভ হন ফকির আলমগীর। এরপর ১৫ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৮ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
শুক্রবার চিকিৎসাধীন অবস্থাতেই ফকির আলমগীর ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন বলে জানান তার ছেলে মাশুক আলমগীর।
১৫ জুলাই সন্ধ্যায় তার শ্বাসকষ্ট অনেক বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউ না থাকায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
ফকির আলমগীর ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন। রাজপথে বিভিন্ন আন্দোলনে তাকে বহুবার দেখা গেছে। তিনি ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত। ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে শামিল হন এ গণসংগীত শিল্পী।
এরপর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।
স্বাধীনতার পর পাশ্চাত্য সংগীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রাখেন এ শিল্পী। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদক দেয়।
জগন্নাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ফকির আলমগীর গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন। ‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান’, ‘গণসংগীতের অতীত ও বর্তমান’, ‘আমার কথা’, ‘যারা আছেন হৃদয় পটে’সহ বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে তার।
ফকির আলমগীরের মৃত্যুতে বি. চৌধুরীর শোক
একাত্তরের কণ্ঠযোদ্ধা এবং বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর ( অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেছেন, ফকির আলমগীরের মৃত্যুতে জাতি তার এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো। বিকল্পধারার এই দুই শীর্ষনেতা এক যৌথ শোকবাণীতে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ফকির আলমগীরের কণ্ঠ দেশবাসী ও মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছিল। তাঁর মৃত্যুতে জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো। শোকবাণীতে তাঁরা আরও বলেন, আমরা ফকির আলমগীরের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
ফকির আলমগীরের মৃত্যুতে লিবডেম নেতা অহিদ উদ্দিনের শোক
একাত্তরের কণ্ঠযোদ্ধা এবং বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, যুক্তরাজ্য বিকল্পধারার সভাপতি ও রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) সভাপতি ও লিবডেম নেতা মো. অহিদ উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেছেন, ফকির আলমগীরের মৃত্যুতে বাংলাদেশ তার এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো।
বিকল্পধারা ও লিবডেম নেতা অহিদ উদ্দিন গণমাধ্যমে দেওয়া এক শোকবাণীতে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ফকির আলমগীরের কণ্ঠ দেশবাসী এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের ব্যাপকভাবে উজ্জীবিত করেছিল। তাঁর মৃত্যুতে আমরা একজন শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামীকে হারালাম।
শোকবাণীতে বিকল্পধারা ও লিবডেম নেতা আরও বলেন, ফকির আলমগীরের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। তিনি আমার বিশিষ্ট বন্ধু ছিলেন। বাংলাদেশে এবং লন্ডনে তাঁর সঙ্গে আমার অসংখ্যবার দেখা হয়েছে। একজন বন্ধুবৎসল মানুষ হিসেবে তাঁর তুলনা নেই।
অহিদ উদ্দিন শোকবাণীতে ফকির আলমগীরের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।