রবিবার ● ২৫ জুলাই ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাস ব্যাপী করোনা হেল্প ডেস্কের কার্যক্রম শুরু
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাস ব্যাপী করোনা হেল্প ডেস্কের কার্যক্রম শুরু
ষ্টাফ রিপোর্টার :: আজ রবিবার ২৫ জুলাই বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাট পার্বত্য জেলা কমিটির রাঙামাটি সদর হাসপাতাল এলাকার কার্যালয়ে “রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাস ব্যাপী করোনা হেল্প ডেস্ক” এর কার্যক্রম শুরু করা হয়েছে।
রবিবার সকাল ৯টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাট পার্বত্য জেলা কমিটির সম্পাদক মন্ডিলীর সদস্য জুঁই চাকমা নিজে টিকা প্রদানের জন্য নাম রেজিষ্ট্রেশন করে টিকা কার্ড সংগ্রহের মাধ্যমে “রাঙামাটিতে মাস ব্যাপী করোনা হেল্প ডেস্ক” এর কার্যক্রমের সূচনা করেন।
এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাট পার্বত্য জেলা কমিটির সভাপতি মো. আবুল হাসেম ও সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথম দিন বৃষ্টির ভিতর রাঙামাটি শহরের আগত লোকজনের মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং টিকা প্রদানের জন্য নাম রেজিষ্ট্রেশন ও টিকা কার্ড সংগ্রহ করে দেয়া হয়।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাট পার্বত্য জেলা কমিটির আয়োজনে মাসব্যাপী করোনাভাইরাস মহামারী (কোভিড-১৯) কালিন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, টিকা প্রদানের জন্য নাম রেজিষ্ট্রেশন ও টিকা কার্ড সংগ্রহ এছাড়া করোনভাইরাসে আক্রান্ত রোগীদের সলিউশন রাঙামাটি সার্বিক সহযোগীতায় অক্সিজেন, পালস মেশিন, অক্সিমিটার ও ডিজিটাল থার্মোমিটার সেবা দেয়া হচ্ছে।
“রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাস ব্যাপী করোনা হেল্প ডেস্ক” এর কার্যক্রম আজ ২৫ জুলাই থেকে আগামী ২৫ আগস্ট-২০২১ ইংরেজি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আরপি ৪২, রাঙামাটি সদর হাসপাতাল এলাকার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে চলবে।
এবিষয়ে প্রয়োজনে ফোন- ০২-৩৩৩৩০৪৫২৬ মুঠোফোন- ০১৮৭৬০০৬০০৫, ০১৫৫৭৪১২৫৭০, ০১৮৩০০৪১২১৭ ই-মেইল- [email protected] যোগাযোগ জন্য অনুরোধ করা হয়েছে।
“রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাস ব্যাপী করোনা হেল্প ডেস্ক” এর কার্যক্রমের মিডিয়া পার্টনার পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম জাতীয় পর্যায়ের অনলাইন নিউজ পোর্টাল www.chtmedia24.com ।
ঘরে থাকুন সুস্থ থাকুন, বাইরে যেতে ডাবল মাস্ক পড়ুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।