বৃহস্পতিবার ● ২৯ জুলাই ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ
ঘোড়াঘাটে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৯ জুলাই সকাল ১১ টায় ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার অধিনস্ত ১৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, পিএসসি- এর নেতৃত্বে সেনাবাহিনীর নিজস্ব তহবিল হতে ১০০ দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আটা, তেল, লবন সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান দিনাজপুরের ফুলবাড়ি, নবাবগঞ্জ, বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনসহ সার্বিক করোনা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবরের পাশাপাশি ঘোড়াঘাট উপজেলার করোনা পরিস্থিতি পরিদর্শন করে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের বলেন, দুস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী, ত্রাণ ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি মূলত তৃণমূল পর্যায়ে ত্রাণ সামগ্রী পৌঁছাতে সেনাবাহিনীর এ ত্রাণ পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রহমান সিদ্দিকী, ক্যাপ্টেন রকিবুল এহেসান, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র এএসপি শরিফ আল রাজীব, ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান, হরিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার রহমান প্রমুখ।