সোমবার ● ৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বিশ্বনাথে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা
বিশ্বনাথে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত্ ৷ তাই ভবিষ্যত্ প্রজন্মকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করে সুশিক্ষায় শিক্ষক করে গড়ে তুলতে হবে ৷ তিনি বলেন, ছাত্রছাত্রীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে ৷
তিনি আজ সোমবার বিকেলে বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দরবেশ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাকিবুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাজ উদ্দিন খান শিশু, পাক্ষিক বিশ্বনাথ বার্তার সম্পাদক মোসাদ্দেক হোসেন সাজুল ৷ সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী তানিয়া বেগম ও স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য এইচএম ফিরোজ আলী ৷ বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য লিলু মিয়া, সমর কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান, ১০ম শ্রেণীর ছাত্র জাকির হোসেন, তানজিনা আক্তার পপি, ৮ম শ্রেণীর ছাত্র আব্দুল মালিক ৷
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম’র সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আয়ূব আলী, সহকারী প্রধান শিক্ষক প্রভাংশু তালুকদার, শিক্ষক স্বপন কুমার দাস, নুরে আলম সিদ্দিকী, কপিল উদ্দিন, কামরুল হুদা, মনষা দাস, প্রিয়াংকা দাস ও আজিজুল হক লিটন প্রমুখ ৷
আলোচনা সভা শেষে সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী শাওন দাস, সজীব দাস, কুলসুমা বেগম ও হেমি বেগম ৷