মঙ্গলবার ● ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের হর-মুন্ড মালিনী উত্সব শুরু
ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের হর-মুন্ড মালিনী উত্সব শুরু
ঈশ্বরদী প্রতিনিধি :: সোমবার দুপুরে ঈশ্বরদী পৌর শ্মশানের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে দু’ দিন ব্যাপী হর-মুন্ড মালিনী উত্সব ও ভক্ত সমাবেশের আয়োজন করা হয় ৷ এতে উদ্বোধক হিসাবে শিবের মাথায় জল ও বেল পাতা দিয়ে জলঢালা কার্যক্রম উদ্বোধন এবং বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো ৷
প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আনিসুন্নবী বিশ্বাস ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ৷ ৷ পৌর মেয়র ও শ্মশান পরিচালনা কমিটির উপদেষ্টা আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন পরিচালনা কমিটির আহব্বায়ক স্বপন কুমার কুন্ডু , বিশ্ব নাথ পাল, ডাঃ জহর লাল বাগচী, দিলীপ কুমার ৷
কর্মসুচির মধ্যে ছিল সোমবার শিব চতুর্দ্দশী পালন উপলক্ষে সকালে হিন্দু সম্প্রদায়ের পৰ থেকে মৌবাড়ি মন্দির হতে জল নিয়ে নগ্ন পদযাত্রা করে শ্মশানের শিব মন্দিরে সমাবেত হওয়া , শিবের মাথায় জল ও বেল পাতা দিয়ে জলঢালা কার্যক্রম ৷
সহস্রাধিক হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরম্নষের উপস্থিতিতে দিন ব্যাপী কীর্তন ও ভক্ত সেবার আয়োজন করা হয় ৷ আয়োজকরা জানান, রাতে চার প্রহর ব্যাপী বাবা ভোলানাথের পূজা অনুষ্ঠিত হবে ৷ এছাড়াও মঙ্গলবার শ্মশানে লীলা কীর্তন এবং রাতে মুন্ড মালিনী শ্মশান কালী মায়ের পূজা অনুষ্ঠিত হবে ৷
কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার জানান, ঈশ্বরদীতে শিবের মাথায় জল ঢালা উত্সবের আয়োজন এই প্রথম শুরু হলো ৷ এর আগে ঠাকুরবাড়ি ও পৌর শিব মন্দিরে জল ঢালা হতো ৷ তবে পদযাত্রার প্রচলন অন্য স্থানে থাকলেও ঈশ্বরদীতে ছিলো না ৷ মাত্র এক বছরের মধ্যে ঈশ্বরদীর হিন্দু সম্প্রদায়সহ সকলের সহযোগিতায় পৌর শ্মশানের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ৷ এজন্য তিনি এলাকার জাতীয় সংসদ সদস্য , ভূমি মন্ত্রী ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷