মঙ্গলবার ● ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে পানি নিষ্কাশন বিহীন একাধিক স্থানে কালভার্ট নির্মাণ করছে ‘সওজ’
বিশ্বনাথে পানি নিষ্কাশন বিহীন একাধিক স্থানে কালভার্ট নির্মাণ করছে ‘সওজ’
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পানি নিষ্কাশন বিহীন একাধিক স্থানে নির্মিত হচ্ছে একাধিক কালভার্ট৷ সড়ক ও জনপথ (সওজ)’র অর্থায়নে ‘বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কে’ নির্মাণ করা হচ্ছে ওই কালভার্টগুলো ৷ এতে টাকার অপচয় ছাড়া আর কিছুই নয় বলে দাবি করছেন উপজেলাবাসী৷
এলাকাবাসী জানান, যেহেতু নির্মানাধীন একাধিক কালভার্টের এক পাশে বাড়ি-ঘর নির্মাণের ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে, সেহেতু এসব স্থানে কালভার্ট নির্মাণ কাজ বন্ধ করাই হবে উত্তম কাজ৷ এতে সরকারের প্রায় কোটি টাকা সাশ্রয় হবে৷ আর সাশ্রয় হওয়া টাকা দিয়ে ভালো মতো সড়কটির সংস্কার কাজ হয়ে যাবে৷
ছোট-বড় হাজারও গর্তে ‘বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কটি’ ভরপুর থাকলেও সংস্কারের অভাবে এ সড়ক দিয়ে চলাচলে উপজেলাবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে৷ সঠিক ভাবে সড়কটির সংস্কার কাজ করার দাবি এলাকাবাসী জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হচ্ছে না৷
এলাকাবাসী অভিযোগ করে বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই দেখেও এসব স্থানে কালভার্ট নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন সওজের কর্মকর্তারা৷ আর এতে নিরব ভূমিকা পালন করছেন এলাকার জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরাও৷ কি কারণে এমনটি হচ্ছে তা সঠিক ভাবে তদন্ত করে দেখার দাবিও জানান এলাকাবাসী৷
সওজের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, টেন্ডার প্রক্রিয়া শেষে কাজটি বর্তমান চলমান রয়েছে৷ তাই এসব কাজ বন্ধ করা কিংবা কর্ম প্রক্রিয়া পরিবর্তন করা এখন আর সম্ভব নয়৷